promotional_ad

মিরাজের সঙ্গ উপভোগ করেন মুশফিক

মিরাজ ও মুশফিক
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ঢাকা টেস্টে ১৬০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ৫২২ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ১৪৪ রান যোগ করেছেন মুশফিক ও মিরাজ। মিরাজের যোগ্য সঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক তুলে নিয়ে ২১৯ রানের অপরাজিত ছিলেন মুশফিক।


আর মিরাজ অপরাজিত ছিলেন ক্যারিয়ার সেরা ৬৮ রান করে। মুশফিক সংবাদ সম্মেলনে মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন। জানিয়েছেন তার সাথে ব্যাটিং করা সবসময়ই উপভোগ্য। মিরাজের মাঝে অমিত সম্ভাবনা দেখছেন মুশফিক।


promotional_ad

"মিরাজের সঙ্গে ব্যাটিং আমি সব সময় উপভোগ করি। ও প্রাণবন্ত এক জন সঙ্গী। ও খুব মজার একটা চরিত্র। ওর মতো একজন খেলোয়াড় মাঠে থাকা সব সময়ই উপভোগ্য। ও আমাকে যেভাবে বোঝাচ্ছিল মনে হচ্ছিল, ও দুইশ রানে ব্যাট করছে, আমি মাত্র ক্রিজে এসেছি। ওর সঙ্গ সব সময়ই উপভোগ্য। আমি সব সময়ই বলি, ওর মাঝে অমিত সম্ভাবনা আছে। ওর মনোযোগ আর প্রত্যয় ওর সবচেয়ে বড় ব্যাপার।"


মাঝে মাঝে বাজে শট খেলে আউট হয়ে যান মিরাজ। তবে আজ দারুণ ব্যাটিং করেছেন তিনি। এটাকে বাংলাদেশের হয়ে মিরাজের আগামী দিনের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার ইঙ্গিত বলেই মনে করেন মুশফিক।


"অনেক সময় হয়তো বাজে শটে আউট হয়ে যায় কিন্তু আজকে যেভাবে ব্যাটিং করেছে তাতে ও আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে। আমি ওকে এগুলোই বলার চেষ্টা করি। ও কিন্তু সবই জানে। একটা দূরের বল খেললে বলে ‘ভাই আমি তো দূরের বল খেলে দিসি।’ আমি বলি, তুই তো জানিস, তাও কেন খেলিস। ও খুব মজার ছেলে। ওর সাথে ব্যাটিং করতে আমার সব সময়ই মজা লাগে।"


১৬ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত দুইটি অর্ধশতক পেয়েছেন মিরাজ। দুটিতেই তার সঙ্গী ছিলেন মুশফিক। এর আগে গলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন একটি ৪৫ রানের ইনিংস। সেবার মিরাজ আউট হয়ে যাওয়ায় সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন মুশফিক। তাই এবার মুশফিকের আবদার ছিল ডাবল সেঞ্চুরি পর্যন্ত সঙ্গ দেয়ার।


"আর একটা ব্যাপার ভালো লাগছে, টেস্টে ওর দুইটা ফিফটি, দুইবারই ওর সাথে আমি ক্রিজে ছিলাম। আর একটা ও মিস করেছে। গলে আমাদের প্রথম টেস্টে মনে হয় ৪৫ রান করেছিল। ওই ম্যাচে আমার একশ মিস হয় ওর কারণে। কারণ, ও আউট হয়ে যাওয়ার পর আমি আর কোনো পার্টনার পাইনি। আজকে ওকে বলছিলাম, আমার দুইশ হওয়া পর্যন্ত অন্তত তুই থাকিস।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball