রোডসের চাই উনিশ উইকেট

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
১৮ ওভার খেলতেই জিম্বাবুয়ের একটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বাকি ১৯ উইকেটও যত দ্রুত সম্ভব তুলে নিতে চান টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস। এই সহজ পরিকল্পনাতেই ম্যাচের আগামী দিনগুলোতে কাজ করবেন তাঁরা, জানিয়েছেন এই ইংলিশ ম্যান।
বিশ উইকেট নেয়া যে এতটা সহজ নয় জানেন তিনি। তবে অস্ট্রেলিয়ান সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রার মতো লাইন লেন্থে বোলিং করতে পারলে সম্ভব বলেও বিশ্বাস করছেন রোডস।

'চেষ্টা থাকবে ১৯ উইকেট নেয়ার যেভাবেই হোক, যদিও কাজটা সহজ হবেনা। সঠিক লাইন লেন্থে বোলিং করলে অবশ্যই সম্ভব। সুযোগ তৈরি করতে হবে, যেমনটা গ্লেন ম্যাকগ্রা করতো। সরল-সোজা পরিকল্পনায় আগাবো আমরা,' ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে বলেছিলেন রোডস।
ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মমিনুল হক, পাশাপাশি মেহেদী মিরাজ মিলে বাংলাদেশকে গড়ে দিয়েছেন বিশাল রানের সংগ্রহ। দ্বিতীয় দিনের শেষ সেশনে এসে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
সাত উইকেট হারিয়ে ৫২২ রান নিয়ে মাঠ ছেড়েছে টাইগার ব্যাটসম্যানরা। ব্যাটিং বিভাগের কাজ ভালভাবেই করেছে ব্যাটসম্যানরা। এবার বোলারদের দায়িত্ব বিশ উইকেট নেয়া।
দলকে এ পরিকল্পনাতেই টেস্টের বাকি দিনগুলোতে খেলার পরামর্শ দিয়েছেন প্রধান কোচ রোডস।