promotional_ad

বাংলাদেশের রানের পাহাড়ে চাপা জিম্বাবুয়ে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশ ৫২২/৭ ডিক্লে (১৬০ ওভার)


(মুশফিকুর রহিম ২১৯*, মমিনুল হক ১৬১, মেহেদি হাসান মিরাজ ৬৮*) (কাইল জার্ভিস ৭১/৫)


জিম্বাবুয়েঃ ৭/০


মাসাকাদজা ৭, চারি ০


ঢাকা টেস্টে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ২১৯ রানের উপর ভর করে ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে এখন ব্যাট করতে নেমেছে সফরকারীরা। বর্তমানে তাঁদের স্কোর বিনা উইকেটে ৭ রান। 


বাংলাদেশের ইনিংস ঘোষণাঃ


ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটি নিজের করে নিয়েছেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল হাঁকানোর দিন রেকর্ড বুকে নাম লেখিয়ছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস মালিকও হয়েছেন এই ডানাহতি ব্যাটসম্যান। 


promotional_ad

তাঁর দ্বিশতকের উপর ভয়র করে প্রথম ইনিংসে টাইগাররা ইনিংস ঘোষণা করেছে ৫২২ রানে। ২১৯ রানে অপরাজিত থেকে সাজঘরে ফিরেছেন মুশফিক। আর তাঁকে সঙ্গ দেয়া মেহেদি হাসান মিরাজ অপরাজিত ছিলেন ৬৮ রানে। 


এর আগে দিনের প্রথম সেশন নিরাপদেই পার করে টাইগাররা। দিনের প্রথম ৩০ ওভারে মুশফিক-মাহমুদুল্লাহ মিলে তুলেছিলেন ৬২ রান। তবে লাঞ্চের পরই ফিরতে হয় রিয়াদকে।


ব্যাট করতে নেমেই কাইল জার্ভিসকে উইকেট ছুঁড়ে দেন তিনি। খানিক পর আরিফুল হককেও বিদায় করে নিজের পঞ্চম উইকেট তুলে নেন এই পেসার। 


এরপর মেহেদি মিরাজের সঙ্গে জুটি বাঁধেন মুশফিক। ১২২ রান যোগ করেন দুইজন মিলে, মুশফিক তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল হান্ড্রেড আর মিরাজ পান ক্যারিয়ারের প্রথম ফিফটি। 


ম্যাচের প্রথম দিনের বিবরণঃ-


সিরিজে ১২০ ভাগ দিয়ে ফিরে আসার প্রত্যয়ে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনেই ২৬ রানে তিনটি মূল্যবান উইকেট হারিয়ে কিছুটা পিছিয়ে থাকে টাইগাররা। 


দুই ওপেনার লিটন ফেরেন নয় রানে এবং ইমরুল কায়েস শুন্য রানে। এরপরে খুব বাজে শট খেলে টেস্ট অভিষেকেই শূন্য রানে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ মিঠুন। 


তারপরেই হাল ধরেন মমিনুল হক এবং মুশফিকুর রহিম। দুজনে মিলে গড়েন ২২৬ রানের বিশাল জুটি। জুটি ভেঙেছেন জিম্বাবুয়াইন পেসার টেন্ডাই চাতারা। 


১৯ টি চারে ১৬১ রান করে মমিনুল ফিরে গেলে নাইটওয়াচম্যান হিসেবে উইকেটে আসেন তাইজুল ইসলাম। তবে দিনের এক ওভার বাকি থাকতে জিম্বাবুয়ে শিবিরে আবার হাসি বয়ে আনেন পেসার কাইল জার্ভিস। 


নাইট ওয়াচম্যান তাইজুলকে ফেরত পাঠান ৪ রানে। মমিনুল টেস্ট ক্যারিয়ারের সপ্তম শতক তুলে নেয়ার পরে আরেক প্রান্তে মুশফিকুর রহিমও তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক।


শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছে টাইগাররা। নতুন দিন শুরু করবেন আরেক সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম (১১১*) এবং মাহমুদুল্লাহ রিয়াদ।


বাংলাদেশ একাদশঃ


মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।


জিম্বাবুয়ে একাদশঃ 


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চেরি, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুটা, টেন্ডাই চাতারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball