promotional_ad

মুশফিক-মমিনুলে আক্ষেপ ঘুচেছে বাংলাদেশের

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টানা আট ইনিংসে ব্যর্থ ছিল বাংলাদেশ। দুইশ রানের বেশি সংগ্রহের ইনিংস না খেলতে পারার যে আক্ষেপ ছিল বাংলাদেশের রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ঘুচেছে। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের প্রথম দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করেছে টাইগাররা।


তবে দিনের শুরুতে কিছুটা ভীত ছিল বাংলাদেশ দল। শঙ্কা দেখা দিয়েছিল আবারো ব্যাটিং বিপর্যয়ের। কিন্তু সেখান থেকে অসাধারণ এক জুটি গড়ে দলকে তিনশ সংগ্রহ করতে অবদান রেখেছিলেন মুশফিকুর রহিম এবং মমিনুল হক।


এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ২৬ রানে তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে পুরাই বিপাকে বাংলাদেশ। শুরু থেকে ভুগতে থাকা বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস ফিরেছেন শূন্য রানে।


আরেক ওপেনার লিটন দাস নিয়েছেন মাত্র ৯ রান। দুইজনকেই ফেরান পেসার কাইল জার্ভিস। আর অভিষেক টেস্ট খেলতে নেমে শূন্য রানে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ মিথুন। তাঁকে ফেরান দলের নতুন সদস্য ডোনাল্ড তিরিপানো। এমন বিপর্যয়ে উইকেটে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক এবং টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মমিনুল।


প্রথম সেশনটা পার করলেন মাত্র ৫৬ রান নিয়ে। বিরতির পর দ্বিতীয় সেশনে এসেই বদলে গেলেন দুই ব্যাটসম্যান। সাবলীল ব্যাটিং করতে থাকেন দুই জন। জুটি গড়ে ফেলেন একশ রানের। সেই সেশনে সফরকারীদের কোন উইকেট বিলাননি তাঁরা।


বলের মেধা বুঝে খেলেছেন দুই ব্যাটসম্যানই। দ্বিতীয় সেশন শেষ করেছেন ২০৭ রান নিয়ে। সেই সেশনেই শতক হাঁকিয়ে ফেলেন মমিনুল। তৃতীয় সেশনে এসে শতক হাঁকান মুশফিকও। দারুণ এগোতে থাকে দুইজনের জুটি।


promotional_ad

কিন্তু ২৬৬ রানের জুটি ভাঙ্গেন পেসার টেন্ডাই চাতারা। চতুর্থ উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়ে ফেরেন মমিনুল। দিনের শেষের দিকে ১৬১ রানে আউট হয়েছেন তিনি। এরপর নাইট ওয়াচম্যানের দায়িত্বে নামান হয় তাইজুল ইসলামকে।


কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হয়েছেন জার্ভিসের বলে মাত্র ৪ রান করে। কিন্তু এক প্রান্ত আগলে রেখেছেন মুশফিক। ১১১ রানে অপরাজিত আছেন তিনি। তাঁর সাথে শূন্য রান নিয়ে দিন শেষ করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।


শেষ অবধি পাঁচ উইকেট হারিয়ে ৩০৩ রানে দিন শেষ বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে তিন উইকেট নিয়েছেন জার্ভিস। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন চাতারা এবং  তিরিপানো।


সংক্ষিপ্ত স্কোরঃ


টসঃ বাংলাদেশ


বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৩০৩/৫ (৯০ ওভার)


(লিটন ৯, ইমরুল ০, মিথুন ০, মমিনুল ১৬১, মুশফিক ১১১*, তাইজুল ৪, রিয়াদ ০*); (জার্ভিস ৩/৪৮, চাতারা ১/২৭,  তিরিপানো ১/৩৩)


বাংলাদেশ একাদশঃ


মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।


জিম্বাবুয়ে একাদশঃ 


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চেরি, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুটা, টেন্ডাই চাতারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball