promotional_ad

অভিষেক হচ্ছে খালেদ-মিথুনের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। ইতিমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরের এই টেস্টে তিন পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে।


তরুণ পেসার খালেদ আহমেদের অভিষেক হতে যাচ্ছে এই টেস্টে। পেসার আবু জায়েদ রাহিকে বসিয়ে একদশে রাখা হয়েছে খালেদকে। এছাড়া মোহাম্মদ মিথুনও জায়গা পেয়েছেন মূল একাদশে।


জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে অভিষেক হতে যাচ্ছে ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনেরও। তাঁকে দলে জায়গা দিতে সাইড লাইনে রাখা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে।


promotional_ad

পাশাপাশি দলের মূল পেসার মুস্তাফিজুর রহমান দলে যোগ দিয়েছেন। সিলেট টেস্টে অভিষেক হওয়া নাজমুল ইসলাম অপুর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি এই পেসার।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯ টায়।


সিলেটে সিরিজের প্রথম ম্যাচ ১৫১ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনার সুযোগ রয়েছে বাংলাদেশের। চলতি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।


বাংলাদেশ একাদশঃ


মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।


জিম্বাবুয়ে একাদশঃ 


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চেরি, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুটা, টেন্ডাই চাতারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball