মিরপুরের উইকেট বোঝা বেশ কঠিনঃ মাসাকাদজা

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়ানডে সিরিজ শুরুর আগে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন মিরপুরের উইকেটের 'অদ্ভুত আচরণের' সঙ্গে অভ্যস্ত বাংলাদেশ দল। এবার সিরিজের শেষ টেস্ট ম্যাচের আগে মিরপুরের উইকেট নিয়ে প্রায় অমনটাই বললেন জিম্বাবুয়ে দলপতি হ্যামিল্টন মাসাকাদজা।
'মিরপুরের উইকেট বোঝা বেশ কঠিন। আপনি কখনোই জানবেন না কি ধরণের উইকেট পাচ্ছেন। তবে উইকেট কিছুটা শুষ্ক লাগছে ঠিক যেমনটি ওয়ানডেতে ছিল।'

জিম্বাবুয়ে দলের এই সিনিয়র ক্রিকেটার আশা করছেন ওয়ানডে সিরিজে যেমন ছিল মিরপুরের উইকেট, এবারও তার খুব বেশি পরিবর্তন হবে না। প্রিভিউ ডে তে জানান,
'আমি মনে করি উইকেটের খুব বেশি তারতম্য হবে না ওয়ানডে কিংবা টেস্ট যেটি আমরা খেলেছি তার থেকে। আমি মনে করি না যে এটি খুব বেশি গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য।'
একইসাথে এমন উইকেটে দ্রুতগতিতে রান তোলা সম্ভব কিনা সেটাও এখনও নিশ্চিত নন তিনি। ম্যাচের প্রথম ইনিংসে রান কেমন হয়, সেটা দেখার জন্যই মুখিয়ে আছেন।
'এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ স্কোরবোর্ডে রান তোলার ক্ষেত্রে, তবে আমি মনে করি না যে সেটি দ্রুতই করতে হবে এবং খুব বেশি চিন্তা করতে হবে প্রথম ইনিংস নিয়ে।'