promotional_ad

রাজার ঘূর্ণিতে বিদায় অধিনায়কের

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ১০২/৪ (৪২.৩ ওভার); টার্গেটঃ ৩২১


শান্ত ১১*, মুশফিক ০*; রাজা ৩/৪১, জার্ভিস ১/২৩


জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসঃ ১৮১ অল আউট ৬৫.৪ ওভার


মাসাকাদজা ৪৮, ব্রেন্ডন টেইলর ২৪ 


(মিরাজ ৩/৪৮, তাইজুল ৫/৬২)


বাংলাদেশের প্রথম ইনিংসঃ ১৪১/৮, ৪৮ ওভার


(আরিফুল ৩৯*, অপু ৮*; চাতারা ৩/৯, জার্ভিস ২/২৮ )


জিম্বাবুয়ের প্রথম ইনিংসঃ ২৮২ অলআউট, ১১৭.৩ ওভার 


(মুর- ৬৩*, উইলিয়ামস ৮৮ ; তাইজুল ইসলাম ৬/১০৮)


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য বাংলাদেশকে ৩২১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের ঘূর্ণিতে হ্যামিল্টন মাসাকাদজার দল অল আউট হয়েছিল ১৮১ রানে। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলা???ের শিকার ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে এই বাঁহাতি স্পিনার নিয়েছেন মোট ১১ উইকেট। জিম্বাবুয়ের ছুঁড়ে দেয়া বিশাল লক্ষ্যে চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাট করছে বাংলাদেশ। 


রাজার ঘূর্ণিতে কোণঠাসা বাংলাদেশঃ



promotional_ad

বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একাই ভেঙ্গে দিচ্ছেন অলরাউন্ডার সিকান্দার রাজা। এবার তাঁর ঘূর্ণিতে ঘায়েল হয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সাজঘরে ফিরে গেছেন ১৬ রান করে।


রাজার সেই ওভারের দ্বিতীয় বল কাট করতে চেয়েছিলেন রিয়াদ। কিন্তু ব্যর্থ হলেন তিনি। পরের বলেই হাঁটু গেঁড়ে চেয়েছিলেন সুইপ করতে। কিন্তু শর্ট লেন্থের বল সাথে ছিল কিছুটা বাউন্স, দ্বিধায় পড়ে গেলেন টাইগার অধিনায়ক।


মারতে গিয়েও না মারতে চেয়ে লাগিয়ে দিলেন ব্যাটের কানায়। বল গেল শর্ট লেগে থাকা ফিল্ডারের হাতে। ক্যাচটি ধরতে একটুও বেগ পেতে হয়নি ফিল্ডারকে। বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট।


হতাশ ইমরুলঃ


উইকেটে কিছুটা থিতুই ছিলেন ইমরুল। জীবন পাওয়ার পর ভালই দেখেশুনে খেলছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু রাজার বলে বোল্ড হয়ে ফিরেছেন ৪৩ রান করে। বাংলাদেশকে ফেলে দিলেন খাঁদের আরেকটু কিনারায়।


৩৭তম ওভারের পঞ্চম বল, মাটির সাথে ব্যাট লাগিয়ে করতে গিয়েছিলেন সুইপ। মনে হয়েছে ভুলেই গিয়েছিলেন উইকেটের টার্নের কথা। লেগ স্ট্যাম্পের বাইরের বল ব্যাট মিস করলেন ইমরুল, বল ঘুরে এসে শুইয়ে দিল ইমরুলের লেগ স্ট্যাম্প।


৩২১ লক্ষ্য তাড়ায় ৮৩ রান তুলতেই বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট।


ব্যর্থ মমিনুলঃ


লিটনের বিদায়ের পর দলের হাল ধরতে নেমেছিলেন মমিনুল। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেন নি তিনি। জার্ভিসের বলে ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরে গিয়েছেন তিনি। মাত্র ৯ রান করতেই ফিরে গেছেন এই বাঁহাতি অভিজ্ঞ ব্যাটসম্যান।


চারে ব্যাট করতে মাঠে নেমেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তাঁর সঙ্গে রয়েছেন ওপেনার ইমরুল (৩৫*)


উইকেটের পতনঃ


সিকান্দার রাজার বলে ব্যাকফুটে এসে মিড উইকেটে পুল করে মারতে গিয়ে লেগ বিফরের ফাঁদে পড়েন লিটন। প্রথমে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজা। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জিম্বাবুয়ের পক্ষেই যায়।২৩ রানে ফিরে যান লিটন।



নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন মমিনুল হক। তাঁর সঙ্গে ৩৩ রানে উইকেটে রয়েছেন জীবন পাওয়া ইমরুল। 


দলীয় অর্ধশতকঃ


আলোক সল্পতার দরুন তৃতীয় দিনের শেষ সেশনের প্রায় ১৩ ওভার বাকি থাকলেও খেলা বন্ধ করতে হয়েছিল। যার ফলে নিজেদের চতুর্থ ইনিংসের ১০.১ ওভারে বিনা উইকেটে ২৬ রান তুলে দিন শেষ করেছিল টাইগাররা।


চতুর্থ দিনের শুরুটাও দারুণভাবে নিয়ন্ত্রণে রেখেছে দুই ওপেনার লিটন দাস (২৩) এবং ইমরুল কায়েস (২৭*)। ইতিমধ্যে দলীয় ২১ ওভারে দুই ব্যাটসম্যান মিলে ৫০ রানের জুটি গড়েছেন। 


লিটন-ইমরুলের জুটিঃ


প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দেখে শুনে খেলছেন দুই ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েস। দু'জন মিলে ধৈর্যশীল ব্যাটিং করছেন, প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে দেখে শুনেই স্কোরবোর্ডে রান যোগ করছেন।  


বাংলাদেশ একাদশ- 


লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ চৌধুরী রাহি। 


জিম্বাবুয়ে একাদশ-


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাবভা (উইকেটরক্ষক), ব্র্যান্ডন মাভুটা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball