promotional_ad

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ পড়লেন লঙ্কান পেসার

লাহিরু কুমারা, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চুক্তিসংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে লঙ্কান পেসার লাহিরু কুমারাকে।


আর তাঁর পরিবর্তে শ্রীলঙ্কা স্কোয়াডে নতুন করে জায়গা পেয়েছেন দুশমন্ত চামিরা। তবে ২১ বছর বয়সী কুমারার অনুপস্থিতি যে যথেষ্ট অনুভব করবে শ্রীলঙ্কা দল তা বলাই বাহুল্য।


কারণ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই ডান হাতি পেসার। সেই সফরে ১৯.৮৮ গড়ে ১৭ উইকেট শিকার করেছিলেন তিনি। 



promotional_ad

গত পাঁচ মাসে এই নিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে চুক্তিসংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে বাদ পড়তে হল কুমারাকে। তাঁর আগে গত ক্যারিবিয়ান সফরে একই কারণে দেশে ফেরত পাঠানো হয়েছিল জেফরি ভ্যান্ডারসেকে।


সেই সফরে বিনা অনুমতিতে হোটেল রুম ছেড়ে বাইরে অবস্থান করার মত গুরুতর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গত দক্ষিণ আফ্রিকা সিরিজে একই অভিযোগের কারণে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়েছিল আরেক লঙ্কান ক্রিকেটার দানুস্কা গুনাথিলাকাকেও। 


উল্লেখ্য এখন পর্যন্ত ১২টি টেস্টে ৩.৯৬ ইকোনমি রেটে ৪০ উইকেট শিকার করেছেন লাহিরু কুমারা। অপরদিকে তাঁর পরিবর্তে দলে জায়গা পাওয়া দুশমন্ত চামিরার শিকার ৬টি টেস্টে ২২ উইকেট। 


শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড- 



দীনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, কুশল সিলভা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, রোশন সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, মালিন্দা পুস্পকুমারা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, ধনঞ্জয়া ডি সিলভা, কাসুন রাজিথা, দুশমন্ত চামিরা, লক্ষ্মণ সান্দাকান, নিরোশান ডিকওয়েলা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball