এই জায়গায় থেকে হারা কঠিন- রাজপুত

ছবি: লালাচাঁদ রাজপুত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে জয় পেতে হলে ৩২১ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে হবে বাংলাদেশকে। আর এই কাজটি যে মোটেই সহজ হবে না সেটি মানছেন সফরকারীদের কোচ লালাচাঁদ রাজপুত।
কেননা এখন পর্যন্ত টাইগারদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ২১৭ রানের উইন্ডিজের বিপক্ষে। সুতরাং জয় পেতে হলে রেকর্ডই গড়তে হবে বাংলাদেশকে। এখানেই ভরসা পাচ্ছেন জিম্বাবুয়ের কোচ রাজপুত। তিনি বলেন,

'টেস্ট ম্যাচটি এখন পর্যন্ত ভালভাবে গিয়েছে, এখনও দুই দিন বাকি আছে, আমাদের চেষ্টা করতে হবে এবং ভাল বোলিং ও ফিল্ডিং করতে হবে কারণ এই ধরণের সুযোগ খুব বেশি আসে না। আপনি যদি পরিসংখ্যানের দিকে দেখেন, তাহলে দেখবেন চতুর্থ ইনিংসে ৩০০ রানের বেশি তাড়া করার রেকর্ড তাদের নেই।'
টেস্টের তৃতীয় দিন শেষে ভাল অবস্থানেই আছে জিম্বাবুয়ে বলে বিশ্বাস করেন রাজপুত। এমন পরিস্থিতি থেকে পরাজিত হওয়াটা বেশ কঠিন বলেও মনে করেন তিনি। জিম্বাবুয়ের কোচের ভাষায়,
'আমরা সর্বদাই ইতিবাচক রয়েছি। আমরা এখানে জয়ের জন্য এসেছি। আমি একজন অনেক বেশি ইতিবাচক মানুষ এবং কখনোই শেষ পর্যন্ত না দেখে হাল ছাড়ি না। এটি এমন একটি পরিস্থিতি যেখান থেকে পরাজিত হওয়া কঠিন।'
সিলেট টেস্টের চতুর্থ দিন ইতিবাচক মানসিকতা ধরে রেখে খেলতে হবে ক্রিকেটারদের বলে বিশ্বাস করেন রাজপুত। আর এর মাধ্যমেই সাফল্য আনা সম্ভব জানিয়ে তিনি বলেন,
'আপনি কখনোই নিশ্চিত করে কিছু বলতে পারেন না যতক্ষণ না শেষ রানটি হচ্ছে কিংবা শেষ উইকেটটি নেয়া হচ্ছে। আমরা ইতিবাচক মানসিকতা রাখার দিকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা অনেক বেশি ইতিবাচক চেষ্টা করার ব্যাপারে এবং আমাদের বিশ্বাস ওদের ১০ উইকেট তুলে আনতে পারব আগামীকাল।'