ছিটকে পড়লেন বেয়ারস্টো

ছবি: জনি বেয়ারস্টো, গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ৬ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্ট খেলতে নামবে সফরকারী ইংল্যান্ড। তবে এই টেস্টে খেলতে পারছেন না ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
কেননা লিগামেন্টের ইনজুরির কারণে ছিটকে পড়তে হয়েছে তাঁকে। অনুশীলন চলাকালীন সময়ে ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের লিগামেন্টে চোট পেয়েছিলেন বেয়ারস্টো।

আর সেই চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে খেলা হয়নি তাঁর। বেয়ারস্টো ছিটকে পড়ায় এক্ষেত্রে গল টেস্টে উইকেটের পেছনে দাঁড়াতে পারেন জস বাটলার।
তবে অভিষেকের অপেক্ষায় থাকা আরেক উইকেটরক্ষক বেন ফোকসও খেলতে পারেন তাঁর পরিবর্তে। এই প্রসঙ্গে ইংলিশ কোচ ট্রেভর বেইলিস বলেছেন,
'তাঁরা উভয়ই আমাদের ভাবনাতে আছে এবং অবশ্যই তাঁদের মধ্য থেকে একজন কিপিং করবে, তবে আমরা কিভাবে ব্যাটিং অর্ডার সাজাব এবং বোলারদের কম্বিনেশন কি হবে তার ওপর নির্ভর করবে উইকেটের পেছনে আসলে কে দাঁড়াবে।'
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড-
জো রুট (অধিনায়ক), কিটন জেনিংস, ওলি পোপ, মইন আলি, জস বাটলার, বেন স্টোকস, আদিল রশিদ, জেমস অ্যান্ডারসন, স্যাম কুরান, ক্রিস ওকস, জো ডেনলি, ওলি স্টোন, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, ররি বার্নস, বেন ফোকস, জনি বেয়ারস্টো।