দ্বিতীয় ওয়ানডেতে ফিরছেন মার্শ

ছবি: শন মার্শ, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিতম্বের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলা হয়নি অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটসম্যান শন মার্শের।
জানা গিয়েছে পুরোপুরি সুস্থ হতে একটি ছোটখাট অপারেশনের প্রয়োজন তাঁর। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচের টসের আগে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছিল।

তবে ধারণা করা যাচ্ছে যে আগামী শুক্রবার অ্যাডিলেডে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডেতে সুস্থ হয়ে ফিরতে পারবেন ৩৫ বছর বয়সী এই অজি ক্রিকেটার।
আর মার্শ ফিরলে সেক্ষেত্রে সাইড বেঞ্চে বসতে হতে পারে ডি আর্কি শর্টকে। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দারুণ ফর্মে থাকা মার্শ। সুতরাং তাঁর আবারও দলে ফেরাটা যে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে অজি শিবিরে তা বলাই বাহুল্য।
তার ওপর প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ওয়ানডেতে তাই নিঃসন্দেহে মার্শকে পেতে চাইবে টিম ম্যানেজমেন্ট।
উল্লেখ্য এখন পর্যন্ত ৫৮টি ওয়ানডে ম্যাচে ৩৯.৭০ গড়ে ২১৮৪ রান সংগ্রহ করেছেন শন মার্শ। যেখানে তিনি হাঁকিয়েছেন ৫টি শতক এবং ১২টি অর্ধশতক। অপরদিকে ১৫টি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে তাঁর সংগ্রহ ১৮.২১ গড়ে ২৫৫ রান।
সুত্র- ক্রিকইনফো