অজিদের উড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

ছবি: কুইন্টন ডি কক, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ অস্ট্রেলিয়াকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। পার্থে অনুষ্ঠিত এই ম্যাচটিতে অজিদের একেবারে দাঁড়াতেই দেয়নি ফাফ ডু প্লেসিসের দল।
এদিন শুরুতে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস। তাঁর সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটি অবশ্য প্রমাণ করতে খুব বেশি দেরি করেননি বোলাররা। স্বাগতিকদের মাত্র ৩৮.১ ওভারে ১৫২ রানে অলআউট করে দেন তাঁরা।
অজিদের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করতে পেরেছেন কেবল লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাথান কুল্টার নাইল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান এসেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে। এছাড়া ক্রিস লিন ১৫, মার্কাস স্টয়নিস ১৪ এবং মিচেল স্টার্ক ১২ রান করতে সক্ষম হন।
স্বাগতিকদের এভাবে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলার পেছনে সবথেকে বেশি ভূমিকা পালন করেছেন প্রোটিয়া পেসাররাই। ডেল স্টেইন, লুঙ্গি এনগিদি এবং আন্দাইল ফেহলুকায়োরা মিলে প্রতিপক্ষের ৭টি উইকেটই তুলে নিয়েছিলেন। এর মধ্যে ফেহলুকায়ো নিয়েছেন ৬ ওভারে ৩৩ রান খরচায় ৩টি উইকেট।
অপরদিকে ২টি করে উইকেট নিতে স্টেইন এবং এনগিদি রান খরচ করেছেন যথাক্রমে ১৮ এবং ২৬। পেসারদের পাশাপাশি দারুণ বোলিং করেছেন স্পিনার ইমরান তাহিরও। ৯ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রান খরচায় তাঁর শিকার ২টি উইকেট।

অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ১৫৩ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি প্রোটিয়াদের। ১২৪ বল হাতে রেখেই ছয় উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় তাঁরা। দলের পক্ষে দুই ওপেনার কুইন্টন ডি কক এবং রিজা হেন্ডরিক্স যথাক্রমে খেলেছেন ৪৭ এবং ৪৪ রানের দারুণ দুটি ইনিংস।
৯৪ রানের উদ্বোধনী জুটিও এসেছিল তাঁদের ব্যাট থেকে। এছাড়াও এইডেন মার্করাম ৩৬ এবং অধিনায়ক ডু প্লেসিস ১০ রান করেন। অজিদের পক্ষে ১৬ রানে একাই ৩টি উইকেট নিয়েছেন পেসার মার্কাস স্টয়নিস। আর ১টি উইকেট পেয়েছেন কুল্টার নাইল। ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন প্রোটিয়া স্পিড স্টার ডেল স্টেইন।
দক্ষিণ আফ্রিকা একাদশ-
রিজা হেন্ডরিক্স, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, আন্দাইল ফেহলুকায়ো, ডেল স্টেইন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।
অস্ট্রেলিয়া একাদশ-
ট্রাভিস হেড, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডি আর্কি শর্ট, ক্রিস লিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্ল্যান ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, নাথান কুল্টার নাইল, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড।
সংক্ষিপ্ত স্কোর-
টস-দক্ষিণ আফ্রিকা (বোলিং)
অস্ট্রেলিয়া- ১৫২/১০ (৩৮.২ ওভার) (কুল্টার নাইল- ৩৪, ক্যারি- ৩৩) (স্টেইন- ২/১৮, ফেহলুকায়ো- ৩/৩৩)
দক্ষিণ আফ্রিকা- ১৫৩/৪ (২৯.২ ওভার) (ডি কক- ৪৭, হেন্ডরিক্স-৪৪) (স্টয়নিস- ৩/১৬, কুল্টার নাইল- ১/২৬)
ফলাফল- দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী