promotional_ad

শচীনের সাথে তুলনা নিয়ে নির্লিপ্ত কোহলি- লারা

ভিরাট কোহলি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বেশ অনেক দিন থেকেই কিংবদন্তী শচীন টেন্ডুলকারের সাথে ভারতীয় টেস্ট অধিনায়ক ভিরাট কোহলির তুলনা করে আসছেন বিশ্বের অনেক সাবেক ক্রিকেটার। তবে এক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম প্রিন্স অফ ত্রিনিদাদ খ্যাত উইন্ডিজ কিংবদন্তী ব্রায়ান চার্লস লারা।


লারার মতে কোহলি এবং টেন্ডুলকারের তুলনা করাটা একেবারেই বোকামি। কেননা এই দুই ক্রিকেটার পুরোপুরি ভিন্ন যুগের খেলোয়াড়। ক্যারিবিয়ান তারকার বিশ্বাস কোহলি নিজেও এসব নিয়ে খুব একটা ভাবেন না। কোহলি এবং টেন্ডুলকার প্রসঙ্গে তিনি বলেছেন,  



promotional_ad

'আমি নিশ্চিত যে কোহলি এই ব্যাপারটি নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। আর যারা তুলনা করে তাঁরা আসলে ভুল করে। আমাকেও টেন্ডুলকারের সাথে তুলনা করা হয়েছিল, কিন্তু প্রতিটি ব্যাটসম্যানই আলাদা আলাদা যুগে তৈরি হয় এবং আপনাকে অবশ্যই তাঁদেরকে কৃতিত্ব দিতে হবে অবদান রাখার জন্য।'


লারার যুগে ক্রিকেট বিশ্ব যেমন দেখেছিল রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, রিকি পন্টিংদের মত তারকাদেরকে ঠিক তেমনই বর্তমান যুগে আছেন কোহলি, রোহিতরা। আর এই কারণেই এক যুগের সাথে আরেক যুগের ক্রিকেটারদের তুলনা করতে নারাজ লারা। তাঁর ভাষায়,


'আমার যুগে, আপনারা আমাকে পেয়েছিলেন, দ্রাভিদ, ক্যালিস, টেন্ডুলকার, পন্টিং এবং আরও অনেককে পেয়েছিলেন। তাঁরা প্রত্যেকেই ভিন্ন ছিল এবং কিছু না কিছু এনে দিয়েছে। একজন ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডস অথবা গারফিল্ড সোবার্সের থেকে ভাল এটি কিভাবে একজন বলতে পারে? আপনি শুধুমাত্র তাঁর যুগটিকে কৃতিত্ব দিতে পারেন যে সময়ে তাঁরা খেলছে এবং এগিয়ে যাচ্ছে।' 



সূত্র- ক্রিকবাজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball