promotional_ad

টাইগার শিবিরে চাতারার হানা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের প্রথম ইনিংসঃ ৮/১, ৫ ওভার


(লিটন ৩*, মমিনুল ০*; চাতারা ১/৫ )


জিম্বাবুয়ের প্রথম ইনিংসঃ ২৮২ অলআউট, ১১৭.৩ ওভার 


(মুর- ৬৩*, উইলিয়ামস ৮৮ ; তাইজুল ইসলাম ৬/১০৮)


টাইগার স্পিনার তাইজুল ইসলামের বোলিং তোপে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই লণ্ডভণ্ড জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। বাঁহাতি এই স্পিনার একাই তুলে নিয়েছেন ছয়টি উইকেট। যার ফলে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থেমে যায় ২৮২ রানে। দলের হয়ে ৬৩ রানে অপরাজিত ছিলেন পিটার মুর।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের বিপ???্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। বর্তমানে ৫ ওভারে এক উইকেট হারিয়ে ৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।


টাইগার শিবিরে প্রথমেই আঘাতঃ



promotional_ad

এক ওভার খেলে লাঞ্চে গিয়েছিলেন বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েস। লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে দুই ওভার না খেলতেই চেন্ডাই চাতারার বলে বোল্ড হয়ে ফিরে যান বাঁহাতি ওপেনার ইমরুল (৫)। ব্যাকফুটে গিয়ে নরম হাতে খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে অফ স্টেপে এসে বল লাগে এবং উল্লাসে মেতে উঠেন জিম্বাবুয়াইনরা।


বর্তমানে ৩ রান নিয়ে উইকেটে আছেন লিটন এবং তাঁকে সঙ্গ দিতে নেমেছেন বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক (০*)।  


জিম্বাবুয়ের ব্যাটিংঃ


শনিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়েছিল তাঁরা। তাইজুলের বলে দলীয় ৩৫ রানেই ওপেনার ব্রায়ান চারিকে হারায় সফরকারীরা। এরপর ব্রেন্ডন টেইলরকে মাত্র ৬ রানে ফেরান তাইজুল।


কিন্তু দারুণ খেলে যাচ্ছিলেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। অর্ধশতক হাঁকিয়ে ৫২ রান করা জিম্বাবুয়ের দলপতিকে লেগ বিফরের ফাঁদে ফেলেন পেসার আবু জায়েদ রাহি। তবে দারুণভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শন উইলিয়াম এবং সিকান্দার রাজা।


রাজাকে উইকেটে থিতু হতে দেন নি টেস্টে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। দুর্দান্ত এক ডিলেভারিতে সিকান্দার রাজাকে বোল্ড আউট করে সাজঘরে ফেরত পাঠান তিনি। টেস্ট খেলতে নামা অপু তাঁর চতুর্থ ওভারেই ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেটের দেখা পান।


৪ উইকেট হারালেও শন উইলিয়ামস এবং পিটার মুর মিলে দলের হাল ধরেন। দুজন মিলে যোগ করেন ৭২ রান। উইলিয়ামস ফিফটি তুলে নিয়ে এগোচ্ছিলেন শতকের দিকে। কিন্তু ব্যক্তিগত ৮৮ রানে মাহমুদুল্লাহ রিয়াদকে উইকেট ছুঁড়ে দেন এই বাঁহাতি ব্যাটসম্যান।


এরপর দিনের শেষ ওভার পর্যন্ত দেখে শুনে পার করেছেন জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান পিটার মুর এবং চাখাবা। প্রথম দিনে জিম্বাবুয়ের স্কোর, ৯১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩৫ রান।



রবিবার টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে দারুণভাবে নিজেদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছে জিম্বাবুয়ে। রাহি, তাইজুলদের ভালই দেখেশুনে খেলছে মাঠে থাকা জিম্বাবুয়াইন দুই ব্যাটসম্যান পিটার মুর এবং চাখাবা। ১৪৬ বলে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক হাঁকিয়েছিলেন মুর এবং চাকাবার সাথে গড়েছিলেন ৬০ রানের জুটি। কিন্তু বেশিক্ষণ টিকে নি তাঁদের জুটি।


বাঁহাতি স্পিনার তাইজুল, চাকবাকে শর্টে শান্তর হাতে ক্যাচ বানিয়ে ২৮ রানে ফেরান। এরপর আর কোন ব্যাটসম্যান সঙ্গ দিতে পারেন নি মুরকে। ওয়েলিংটন মাসাকাদজা, জার্ভিসদের ফিরিয়েছেন তাইজুল, অপু। দ্বিতীয় দিনের সকালের সেশনে মাত্র ৪৭ রান যোগ করতেই বাকি পাঁচ উইকেট হারায় মাসাকাদজার দল।


যেখানে একাই চার উইকেট নেন তাইজুল। সর্বমোট এই ইনিংসে ছয় উইকেট নিজের ঝুলিতে পুরান এই স্পিনার। টেস্ট ক্যারিয়ারের চতুর্থবারের মতো পঞ্চম উইকেট নিলেন তাইজুল। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন উইলিয়ামস এবং ৬৩ রানে অপরাজিত ছিলেন পিটার মুর।


বাংলাদেশ একাদশ- 


লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ চৌধুরী রাহি। 


জিম্বাবুয়ে একাদশ-


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাবভা (উইকেটরক্ষক), ব্র্যান্ডন মাভুটা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball