স্লেজিং যুদ্ধের জন্য প্রস্তুত প্রোটিয়ারা

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে এসেছেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি। আর প্রথমবারেই অজিদের রীতিমতো স্লেজিংয়ের আমন্ত্রন জানিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার।
'অস্ট্রেলিয়ার সঙ্গে মাঠের লড়াই অনেক বেশি প্রতিযোগিতামূলক। খেলতেও আমাদের যেমন ভাল লাগে, দর্শকরাও তেমনি মজা পায়। আমি এই সফরে উচ্ছ্বাসের কমতি দেখি না।'

'দুই দলের মাঝে সম্পর্কটাই এমন যে এখানে প্রতিযোগিতা হবে অনেক বেশি। এখানে বোলাররাও দাপট দেখাতে চায়, ব্যাটসম্যানরাও দাপটে অংশ নেয়। এটা অবশ্যই আক্রমণাত্মক ভঙ্গিমায় হয়ে থাকে।'
তবে স্লেজিং যেন মাত্রা না ছড়ায় এবং মাঠের আক্রমণাত্মক বিষয়গুলো যেন মাঠের ভেতরেই থাকে, এই বিষয়ে বিশেষ নজর আছে এনগিদির। গণমাধ্যমের সামনে আরও জানান,
'তবে এটা (স্লেজিং) আমরা মাঠে রাখতেই পছন্দ করি। সবকিছু বেশ পরিচ্ছন্নতার সাথেই রাখতে হবে। খুবই প্রতিযোগিতামূলক আকারে দেখতে হবে। আমি আশা করব, এই সিরিজে কোন কিছুরই কমতি হবে না।'
৪ই নভেম্বর শুরু হবে অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপরে ৯ এবং ১১ই নভেম্বর আরও দুইটি ওয়ানডে খেলবে দুই দল। সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচটি ১৭ই নভেম্বর।