দশ হাজারে দ্রুততম কোহলি

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে পিছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন ভিরাট কোহলি। নিজের ২০৫তম ইনিংসে এসে এই মাইল ফলক স্পর্শ করেন ভারতীয় অধিনায়ক।
১০ হাজারি রানের এই মাইল ফলক স্পর্শ করতে কোহলি প্রায় ৬০ গড়ে ৩৭টি শতক এবং ৪৮টি অর্ধশতক হাঁকান। এর আগে ওয়ানডেতে সবচেয়ে কম ২৫৯ ইনিংসে ১০ হাজার রানের ক্লাবে পা রেখেছিলেন শচীন টেন্ডুলকার। তারপরে রয়েছেন যথাক্রমে সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস এবং মহেন্দ্র সিং ধোনির মত কিংবদন্তী ব্যাটসম্যানরা।

আজ বিশাখাপত্তমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এই এই রেকর্ড ছুঁতে ৮১ রান দরকার ছিল কোহলির। ৯১ বলে ৮১ রান নিয়ে কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছে যান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
এর আগে ভিভ রিচার্ডসের দ্রুততম ওয়ানডের ৫০০০ রানের রেকর্ডটা ভেঙেছিলেন ভারতীয় অধিনায়ক। করেছিলেন দ্রুততম ৬০০০ রানের কীর্তিও তবে দুটি রেকর্ডই ভাঙেন দক্ষিণ আফ্রিকা দলের ওপেনার হাশিম আমলা।
এক নজরে দেখে নেয়া যাক ১০ হাজারি রানের মাইল ফলক কারা কত ইনিংসে স্পর্শ করেছিলেনঃ
১। ভিরাট কোহলি ২০৫ ইনিংস
২। শচীন টেন্ডুলকার ২৫৯ ইনিংস
৩। সৌরভ গাঙ্গুলি ২৬৩ ইনিংস
৪। রিকি পন্টিং ২৬৬ ইনিংস
৫। জ্যাক ক্যালিস ২৭২ ইনিংস
৬। মহেন্দ্র সিং ধোনি ২৭৩ ইনিংস
৬। ব্রায়ান লারা ২৭৮ ইনিংস
৭। রাহুল দ্রাবিড় ২৮৭ ইনিংস
৮। তিলাকারাত্নে ডিলশান ২৯৩ ইনিংস
৯। কুমার সাঙ্গাকারা ২৯৬ ইনিংস
১০। ইনজামামুল হক ২৯৯ ইনিংস
১১। সানাথ জয়সুরিয়া ৩২৮ ইনিংস
১২। মাহেলা জয়াবর্ধনে ৩৩৩ ইনিংস