১৬ মাস পর কিউই দলে অ্যান্ডারসন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি টুয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন ও উইকেট রক্ষক ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। ইনজুরি কাটিয়ে প্রায় ১৬ মাস পর দলে সুযোগ পেয়ে অনেক বেশি উচ্ছ্বসিত অ্যান্ডারসন।
'অবশ্যই এর জন্য আমাকে লম্বা সময় পাড়ি দিতে হয়েছে, এবং অস্ত্রোপচারের পর দীর্ঘদিন বিরক্তিকর ভাবে কাটিয়েছি। কিন্তু পুনর্বাসনের কাজটাই এমন এবং দলে জায়গা পাওয়া অসাধারণ অনুভূতির।
'তিন বছরের মধ্যে প্রথম আমি ১০ ওভারের কাছাকাছি বোলিং করেছিলাম বেশ স্বাচ্ছন্দ্যের সাথে। ফিরে আসার পর কোন রকম ব্যথা অনুভব হয়নি এবং আগের মতই সবকিছু করতে পারছিলাম। পাশাপাশি বোলিংটাও ভাল ছিল,' বলেছেন তিনি।

গত বছরের চ্যাম্পিয়নস লিগে পাওয়া পিঠের ব্যথার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন অ্যান্ডারসন। তারপর থেকে আর নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামা হয়নি এই তারকা অলরাউন্ডারের। তবে এ বছর ঘরোয়া টি টুয়েন্টি লীগে সামারসেটের হয়ে অসাধারণ পারফর্মেন্স করেছিলেন এই কিউই।
এ আসরে তাঁর ব্যাট থেকে আসে ৫১৪ রান। আর তাতেই আবার জাতীয় দলের নির্বাচকদের নজরে আসেন তিনি। সুযোগ পান পাকিস্তান এ' দলের বিপক্ষে চলমান সিরিজেও।
পাকিস্তান এ দলের সাথে তিনটি টি টুয়েন্টি ম্যাচ খেলে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৩৮ রান। উইকেট পেয়েছেন একটি। তবুও নির্বাচকরা আস্থা হারাচ্ছেন না তাঁর ওপর থেকে।
অন্যদিকে চলমান সিরিজে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে দুটি অর্ধশতক হাঁকিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন গ্লেন ফিলিপস। এছাড়া সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৭ রান করেছিলেন ২১ বছর বয়সী এ ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান।
তাই তাঁকেও টি টুয়েন্টি দলে বিবেচনায় এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এর আগে কিউই জার্সিতে আটটি টি টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। যার শেষ ম্যাচ ছিল এ বছর জানুয়ারি মাসে পাকিস্তানের বিপক্ষেই। এরপর থেকে দলের বাইরে ছিলেন তিনি। তবে আবার সেই পাকিস্তানের বিপক্ষেই দলে ফিরতে যাচ্ছেন ফিলিপস।
অক্টোবরের ৩১ তারিখ প্রথম টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। আরব আমিরাতে আয়োজিত এই সিরিজে তিনটি টি-টুয়েন্টি, তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, কলিন মুনরো, মার্ক চ্যাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, রস টেইলর, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, সেথ র্যান্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।