promotional_ad

গ্রেফতার হলেন শ্রীলঙ্কান বোর্ড কর্মকর্তা

ছবি- গ্যাটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা উইমাল নান্দিকা দিসসানায়েককে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। অর্থ জালিয়াতির অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।


পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসিকারা জানিয়েছেন, ‘চলমান আনুষ্ঠানিক তদন্তের ধারাবাহিকতায় সিআইডি এ ঘটনার মূল হোতা নান্দিকা দিশানায়েকেকে গ্রেফতার করেছে। তিনি বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেটের অর্থ বিষয়ক প্রধান কর্মকর্তা।’


promotional_ad

চলতি বছরের জুলাই-আগস্ট মাসে ঘরের মাঠে আয়োজিত দক্ষিণ আফ্রিকা সিরিজের সম্প্রচার সত্ত্বের প্রায় ১ লক্ষ্য ৮৭ হাজার ইউএস ডলারের হিসেব পাওয়া যাচ্ছে না। এই অর্থ আত্মসাতে হাত রয়েছে দিসসানায়েকের, অভিযোগ করা হয়েছে লঙ্কান বোর্ড থেকেই।


‘২০১৩ সাল থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের টিভি সম্প্রচার স্বত্ত্ব সনি নেটওয়ার্কের কাছে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজের সময় নান্দিকা সনি টিভির কাছে মূল চুক্তির ১৫ শতাংশ টাকা নিজের একাউন্টে জমা দেয়ার কথা বলেছিলেন। সে দফায় সনির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে চলতি ইংল্যান্ড সিরিজের চুক্তির ৫০ শতাংশ দাবি করার পরপরই ব্যাপারটি বোর্ডে জানায় সনি নেটওয়ার্ক কর্তৃপক্ষ,’ বলেছিলেন পুলিশ মুখপাত্র।


তবে জিজ্ঞাসাবাদের সময় দিসসানায়েকে জানিয়েছিলেন, তাঁর একাউন্ট হ্যাক হয়েছিল। কিন্তু তদন্তে এটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। আর সেই অভিযোগে আটক করা হয়েছে তাঁকে।


লঙ্কান বোর্ডের সাবেক প্রধান অর্থনৈতিক কর্মকর্তা চান্দ্রামালি করালির পরিবর্তে ২০১৭ সালে দিসসানায়েকে এই পদের দায়িত্ব দেয়া হয়েছিল। প্রায় এক বছরের মতো দায়িত্বটি পালন করছিলেন এই কর্মকর্তা। কিন্তু এবার অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি।


জানিয়ে রাখা ভাল, কিছুদিন আগেই আইসিসির নিয়ম ভঙ্গ করার অপরাধে দুটি গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার সনৎ জয়াসুরিয়ার নামে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball