অবসরের ইঙ্গিত দিলেন কোহলি?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
'আর মাত্র কয়েক বছর আমি ক্রিকেট খেলব, খেলাটাকে উপভোগ করতে পারব। দেশের জন্য খেলা অবশ্যই সম্মানের এবং মর্যাদার। এখানে কোন ম্যাচকে ছোটো করে দেখার সুযোগ নেই।'
উইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির পরেই গণমাধ্যমের সামনে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির এমন মন্তব্যে ফুঁসে উঠেছে পুরো ভারত। 'মাত্র কয়েক বছর' বলতে কি কোহলি অবসরের ইঙ্গিত দিয়েছেন? এটা নিয়েই চলছে জল্পনা কল্পনা।

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোহলির প্রতি ভক্তকুলের অনুরোধ দ্রুত অবসর নেওয়ার চিন্তা যেন কোনভাবেই না নেন কোহলি। ফেসবুক বা টুইটারে এই ধরণের অনুরোধ করতে দেখা গিয়েছে।
উল্লেখ্য, টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ইতিমধ্যেই ৬০ টি সেঞ্চুরি করেছেন ২৯ বছর বয়সী কোহলি। ভাবা হচ্ছে, ভারতীয় কিংবদন্তী শচীন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির রেকর্ডও ভেঙ্গে দিবেন কোহলি।
আর যেখানে শচীন নিজেই ৩৮ বছর বয়স পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, সেখানে কোহলির এমন বক্তব্য হতাশ করেছে অনেককেই। তবে কোহলি আদৌ অবসরের ইঙ্গিত দিয়েছেন কিনা সেটাও প্রশ্ন ভক্তদের। গৌহাটিতে ১৪০ রানের দুর্দান্ত ইনিংসের পরে কোহলি আরও জানান,
'খেলার সঙ্গে সবসময় আপনাকে সৎ থাকতে হবে। আর তাহলেই খেলা থেকে আপনি অনেক কিছুই পাবেন। আমি সেটাই করার চেষ্টা করি। এটাই ক্রিকেটকে নিয়ে আমার মূল চিন্তা। ভারতের জার্সি গায়ে খেলার সৌভাগ্য সবার হয়না।'