ছিটকে পড়লেন জনি বেয়ারস্টো

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা সিরিজের শেষ ওয়ানডে এবং একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন ইংল্যান্ড দলের ওপেনার জনি বেয়ারস্টো। বিষয়টি নিশ্চিত করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটি। পায়ের গোড়ালির ইনজুরির কারণে আগামী মাস থেকে শুরু হওয়া টেস্ট সিরিজেও তাঁর খেলা কিছুটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।
তবে তাঁকে নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) একটি বিবৃতিতে জানিয়েছে। আরও জানান হয়েছে, ৬ই নভেম্বর থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের আগে আরও একবার আপডেট জানান হবে।

'শ্রীলঙ্কায় ইংল্যান্ড মেডিক্যাল টিম তাঁকে নিয়মিত দেখাশুনা করবে। আগামী মাসে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে তার ফিটনেসের আরো একটি আপডেট দেওয়া হবে,' ইসিবির বিবৃতি।
১৯শে অক্টোবর শুক্রবার অনুশীলনে ফুটবল খেলার সময় ডান পায়ের গোড়ালিতে চোট লাগে তাঁর। যার ফলে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচেও অংশ নিতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাঁর পরিবর্তে জেসন রয়ের সাথে ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছিলেন অ্যালেক্স হেলস।
লঙ্কানদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছেন বেয়ারস্টো। তবে তেমন ভাল কোন পারফর্মেন্স করে দেখাতে পারেননি তিনি। তিন ম্যাচ মিলিয়ে মাত্র ৫৫ রান সংগ্রহ করতে পেরেছিলেন এই ব্যাটসম্যান।
সীমিত ওভারের ক্রিকেট ছাড়াও ইংলিশ টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন বেয়ারস্টো। কিন্তু ইনজুরি তাঁকে এখন দলে থাকার অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।