promotional_ad

নিরীহ বলে ফিরলেন মুশফিক

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হিট অ্যান্ড মিসঃ নয় মাস পর ঘরের মাঠে ফিরে লিটন দাস ও ইমরুল কায়েসের নতুন ওপেনিং জুটিকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দুই ওপেনারের জন্যই দারুন সুযোগ ছিল, বড় কিছু করার। কিন্তু ইনিংসের শুরুতে দুই ব্যাটসম্যানই বড় শটের সন্ধানে ছিলেন।


সন্তোষজনক সূচনা করতে ব্যর্থ হন ইমরুল ও লিটন। প্রথম পাঁচ ওভারেই রান আউটের সুযোগ দিয়েছিলেন সফরকারীদের। ক্যাচ তুলেছিলেন লিটন, রক্ষা পেয়েছেন অল্পের জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি। 


ষষ্ঠ ওভারে টেন্ডাই চাতারাকে মিড অফের ওপর দিয়ে ৩০ গজ ছাড়া করতে গিয়ে ক্যাচ আউট হন লিটন। লেন্থ বলকে স্টেপ আউট করে বাউন্ডারি আদায় করে নিতে চেয়েছিলেন তিনি। টাইমিংয়ের গড়বড় বিপদ ডেকে আনে লিটনের। 



promotional_ad

রাব্বির তিক্ত অভিষেকঃ লিটনের বিদায়ে তিন নম্বরে কঠিন পরীক্ষা দিতে নামে অভিষিক্ত ফজলে রাব্বি। পরীক্ষাটা আরও কঠিন করে তুলেন লাইন লেন্থ খুঁজে পাওয়া চাতারা। লিটনকে ষষ্ঠ ওভারে বিদায় করে একই ওভারে ব্যাক অব অ্যা লেন্থ থেকে লাফিয়ে ওঠা বলে কিপার টেইলরের হাতে শুন্য রানে ধরা পড়েন তিনি। এক ওভারে ডাবল স্ট্রাইকে বাংলাদেশকে ১৭ রানে দুই উইকেটের দলে পরিনত করে ছাড়েন চাতারা।


জুটি গড়ে ইনিংস মেরামতঃ জোড়া আঘাতের পর বাংলাদেশ ক্যাম্পে স্বস্তি ফিরিয়ে আনে মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস জুটি। মুশফিকের নরম হাতের এক দুই রানের ব্যা??িং আত্মবিশ্বাস দেয় ইমরুলকেও। জিম্বাবুয়ের পেসাররা শরীর তাক করা বাউন্সার গুলোকে পুল শটে রূপান্তর না করে ছেড়ে ছেড়ে খেলে সফল হন তিনি। বোলারদের ব্যাটের সামনে বল করতে বাধ্য করে সোজা ব্যাটে খেলে দুইবার বাউন্ডারি আদায় করে নেন ইমরুল। 


অসময়ে উইকেটের পতনঃ ইমরুল ও মুশফিকের জুটি ফুলে ফেঁপে উঠছিল, ঠিক তখনই বড় ধাক্কা খায় বাংলাদেশ। সময়ে ইনফর্ম মুশফিককের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তরুণ লেগি ব্র্যান্ডন মাভুটার লেগ সাইডের নিরীহ বলে ব্যাট ছুঁইয়ে আউট হন নিয়ন্ত্রিত ইনিংস খেলতে থাকা মুশফিক। ২০ বলে ১৫ রান করে ইনিংসের ১৫তম ওভারে দলীয় ৬৬ রানে আউট হন তিনি।



বাংলাদেশ একাদশ- 



লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।


জিম্বাবুয়ে একাদশ-


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball