দশটি দল নিয়েই ২০২৩ সালের বিশ্বকাপ

ছবি: ওয়ানডে বিশ্বকাপ

|| ডেস্ক রিপোর্ট ||
১০ দলকে নিয়েই হচ্ছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। সিংগাপুরে আইসিসির সভায় নেওয়া হয়েছে এমনই এক সিদ্ধান্ত। সভায় ২০২৩ বিশ্বকাপে অংশ নেওয়ার প্রক্রিয়াও জানানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, টেস্ট খেলুড়ে ১২ দেশ এবং নেদারল্যান্ডস সহ (মোট ১৩ দল) ২০২০ সালের জুলাই থেকে ২০২২ পর্যন্ত একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যার প্রথম আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে।

এই লীগে প্রতিটি দল একে ওপরের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। একই সময়ে আরব আমিরাত, নেপাল ও স্কটল্যান্ডের সাথে আইসিসি ওয়ার্ল্ড ডিভিশন টু (এপ্রিল ২০১৯) এর শীর্ষ চারটি দলকে নিয়ে সাতটি দলের আরেকটি টুর্নামেন্ট হবে।
প্রথম টুর্নামেন্টের বাদ পড়া পাঁচটি দল ও দ্বিতীয় টুর্নামেন্টের শীর্ষ তিনটি দল অপেক্ষা করবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লীগ 'এ' ও 'বি' এর শীর্ষ দুই দলের জন্য এবং দ্বিতীয় টুর্নামেন্টের (সাতটি দলের) নিচের চারটি দলকে নিয়ে ছয়টি দলের উনুষ্ঠিত হওয়া আরেক টুর্নামেন্টের জন্য।
এই ছয়টি দলের টুর্নামেন্টের শীর্ষ দুইটি দল ও অপেক্ষাকারী আট দলকে নিয়ে ২০২২ সালে আরো একটি টুর্নামেন্ট হবে। এরপরে এই দশটি দলের টুর্নামেন্টের শীর্ষ দুই দল ও সরাসরি বিশ্বকাপে সুযোগ পাওয়া আট দলকে নিয়ে ২০২৩ সালের বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে।