বাংলাদেশ-৬, জিম্বাবুয়ে-০

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৫ সালের পরে নিজেদের মাটিতে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ দল। ২০০৫ থেকে এখন পর্যন্ত এই সময়ে মোট ১২ টি ওয়ানডে সিরিজ খেলেছে দুই দল।
এরমধ্যে বাংলাদেশ সিরিজ জিতেছে নয়টিতে এবং জিম্বাবুয়ে সিরিজ জিতেছে তিনটিতে। তিনবারই জিম্বাবুয়ে জিতেছে নিজেদের মাটিতে। বাংলাদেশ জিম্বাবুয়ের মাটিতে সর্বপ্রথম ওয়ানডে সিরিজ জিতেছে ২০০৬ সালে।

এরপরেও দুইবার জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সৌভাগ্য হয়েছে বাংলাদেশের। একইসাথে নিজেদের মাটিতে ২০০৫ সালের পরে ছয়বার নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেও একবারের জন্যেও সিরিজ হারেনি বাংলাদেশ।
উল্লেখ্য, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দল এখন পর্যন্ত দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে ১৫ বার। এর মধ্যে জিম্বাবুয়ে জিতেছে মোট ছয়বার এবং বাংলাদেশ জিতেছে মোট নয়টিতে।
২০০৫ সালের আগে খেলা তিনটি ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরেছিল বাংলাদেশ। এরমধ্যে দুটিতে হয়েছিল ধবলধোলাই। তবে বাংলাদেশও ওয়ানডেতে এখন পর্যন্ত তিনবার ধবলধোলাই করতে পেরেছে জিম্বাবুয়েকে। তিনবারই নিজেদের মাটিতে।