promotional_ad

দক্ষিণ আফ্রিকার লীগে নেই কোন বাংলাদেশী ক্রিকেটার

ছবি-  এমজানসি সুপার লীগ, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এমজানসি সুপার লীগের (এম এস এল) আসরে অংশ নেয়ার কথা রয়েছে মোট ছয়টি দলের। 


টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর নাম হল যথাক্রমে কেপ টাউন ব্লিটজ, ডারবান হিট, জোজি স্টার্স, নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টস, পার্ল রকস এবং তুষওয়ানে স্পার্টানস।


এরই মধ্যে অবশ্য স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছে ছয়টি ফ্র্যাঞ্চাইজিই। যেখানে প্রতিটি দলেই রয়েছে তারকা ক্রিকেটারদের আধিপত্য।


কিন্তু ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের কোন ক্রিকেটার থাকছেন না এই টুর্নামেন্টে। 


দেখে নিন এম এস লীগে অংশ নেয়া দলগুলো- 


কেপ টাউন ব্লিটজ- 



promotional_ad

কুইন্টন ডি কক, ডাওয়িদ মালান (ইংল্যান্ড), আন্দাইল ফেহলুকায়ো, ডেল স্টেইন, স্যামুয়েল বদ্রি (উইন্ডিজ), আসিফ আলি (পাকিস্তান), ফারহান বেহারদিয়েন, আনরিচ নর্টজে, জান্নেমান মালান, মালুসি সিবোতো, জর্জ লিন্ডে, ফেরিসকো অ্যাডামস, জ্যাসন স্মিথ, সিবোনেলো মাখানিয়া, কাইল ভেরিন্নে, ডেন পিয়েডট।  


ডারবান হিট-


হাশিম আমলা, রশিদ খান (আফগানিস্তান), ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন, কাইল অ্যাবট, কেশভ মহারাজ, খায়া জন্ডো, অ্যালবি মরকেল, মার্চেন্ট ডি ল্যাঙ্গি, ভারনন ফিল্যান্ডার, ব্র্যান্ডন মাভুটা (জিম্বাবুয়ে), টেম্বা বাভুমা, মরনে ভ্যান উইক, ওকুহলে চেলে, সারেল এরউই, তলাদি বোকাকো।


জোজি স্টার্স- 


কাগিসো রাবাদা, ক্রিস গেইল (উইন্ডিজ), ডেন ভিলাস, রাসি ভ্যান ডার ডুসেন, ড্যানিয়েল ক্রিস্টিয়ান (অস্ট্রেলিয়া), বিউরান হেন্ডরিকস, রিজা হেন্ডরিকস, ডোয়াইন প্রিটোরিয়াস, এডি লেইই, পিট ভ্যান বিলজন, ডুয়াইন অলিভার, রায়ান রিকেলটন, সিনেথেম্বা কোয়েশাইল, সাইমন হারমার, কেলভিন সাভাজ, আলফ্রেড মোথোয়া।   


নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টস- 


ইমরান তাহির, জ্যাসন রয় (ইংল্যান্ড), ক্রিস মরিস, জন জন স্মুটস, জুনিয়র ডালা, ক্রিস্টিয়ান জংকার, অ্যারন ফাঙ্গিসো, বেন ডাকেট (ইংল্যান্ড), সিসান্দা মাগালা, রায়ান ম্যাকলারেন, হেইনো কুন, মার্কো মারাইস, ডিলান ম্যাথিউস, লিজাড উইলিয়ামস, রুডি সেকন্ড, চারমি লি রৌক্স। 



পার্ল রকস-


ফাফ ডু প্লেসিস, ডোয়াইন ব্রাভো (উইন্ডিজ), তাবরাইজ শামসি, ডেন প্যাটারসন, এইডেন মার্করাম, মাঙ্গালিসো মোসেলে, বিজর্ন ফরটুইন, ভন ভ্যান জার্সভেল্ড, গ্র্যান্ট থমসন, পল স্টার্লিং (আয়ারল্যান্ড), টিশেপো মোরেকি, হেনরি ডেভিডস, ক্যামেরন ডেলপোর্ট, ইথান বসচ, প্যাট্রিক ক্রুগার, কারউইন মুনগ্রো।


তুষওয়ানে স্পার্টানস-


এবি ডি ভিলিয়ার্স, ইয়ন মরগান, লুঙ্গি এনগিদি, রবি ফ্রাইলিঙ্ক, জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা), থিউনিস ডি ব্রায়ান, ররি ক্লেইনভেল্ডট, শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), জিহাহন ক্লোয়েট, লুথো সিপামলা, টনি ডি জর্জি, ডিন এলগার, এন্ড্রু বারচ, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), শন ভন বার্গ, এল্ডরেড হকেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball