রুবেলের চাওয়া স্পোর্টিং উইকেট

ছবি: রুবেল হোসেন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন জিম্বাবুয়ে সিরিজে স্পোর্টিং উইকেট চান বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। তাছাড়া দলের সব পেসারই সব ধরণের উইকেটে খেলে অভ্যস্ত, যেরকমই উইকেট হোক তা কোনো প্রভাব ফেলবে না বলে বিশ্বাস এই পেসারের।
"অবশ্যই আমরা পেস বোলাররা চাইবো ওই ধরণের উইকেট হোক। যে জিনিসটা আমরাদের দলের জন্য ভাল ও সহজ হবে সেটাই চাইবো। তাছাড়া আমরা সব ধরণের উইকেটে খেলেই অভ্যস্ত। ফ্ল্যাট উইকেটে খেলি, ঘাসের উইকেটেও খেলি। তো আমরা সব উইকেটেই খেলি। এটা আমাদের পেস বোলারদের জন্য কোর ইফেক্ট ফেলবে না।"

ব্যাটসম্যানরা যদি অল্প রানও করে তবে সেই রানের মধ্যে প্রতিপক্ষকে বেঁধে ফেলার সামর্থ্য আছে বাংলাদেশ দলের। এমনটাই ধারণা রুবেলের। এশিয়া কাপের ফাইনালেও অল্প পুঁজি নিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ।
সেই লড়াই এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে রুবেলকে। ব্যাটসম্যানরা যদি স্কোরবোর্ডে ২৪০-২৫০ রান যোগ করে পারেন। তবে ম্যাচ জেতা সম্ভব বলেই মনে করেন রুবেল হোসেন।
"আমাদের ব্যাটসম্যানরা যদি অল্প রানও করে আমাদের বোলিং লাইন আপ কিন্তু ভালোই আছে বলে মনে হয়। আমাদের ব্যাটনম্যানরা যদি ২৪০-২৫০ রানও করে মনে হয় ম্যাচ জেতা যাবে।"
শীতের মৌসুম প্রায় শুরু হয়েই গেছে। এই ধরণের আবহাওয়ায় পেসাররা ভালো সুবিধা পাবে বলে মনে করেন রুবেল, "যেহেতু শীতের মধ্যে খেলা। কন্ডিশনটা পেসারদের জন্য সুবিধাজনক হবে।"