ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজও প্রোটিয়াদের

ছবি: দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে দল

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে দলটি।
এই ম্যাচের শুরুতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। এই লক্ষ্য ১৫.৪ ওভারেই পেরিয়ে গেছে ফাফ ডুপ্লেসিসের দল। ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের।
তারা দলীয় ২৩ রানে ওপেনার ভ্যান ডারের উইকেট হারায়। তিনি ১৩ রান করে এমপফুর বলে কট অ্যান্ড বোল্ড আউট হয়েছেন। আরেক ওপেনার ডি কক ২৬ রান করে ফিরেছেন মাভুতার বলে বোল্ড হয়ে।
অধিনায়ক ডু প্লেসিসও খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। তিনি ১২ রান যোগ করে শেন উইলিয়ামসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। এরপর জেপি ডুমিনি ক্লাসেনকে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন।

এই জুটিতেই জয়ের ভিত তৈরি হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। ক্লাসেন ২২ রান করে শেনের দ্বিতীয় শিকার হয়ে ফিরলেও ডুমিনি দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৩৩ রান করে অপরাজিত থেকে।
শেষ দিকে ডেভিড মিলার ১৩ বলে ১৯ রানের এক ক্যামিও ইনিংস খেলেছেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ওপেনার হ্যামিলটন মাসাকাদজা ২১ রান করে আউট হওয়ার পর উইকেটরক্ষক ব্র্যান্ডন টেইলর ২৯ রান করে ফিরেন।
এরপর, মিডেল অর্ডারে শেন উইলিয়ামস ৪১ রান করে লড়াইয়ের ইঙ্গিত দিলেও কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। শেষ দিকে চিসুরো ১৪ রান করে অপরাজিত থাকলেও আর কেউ দাঁড়াতে না পারলে জিম্বাবুয়ের ইনিংস থামে ১৩২ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন রবি ফ্রাইলিংক, ডেন পেটারসন ও লুঙ্গি এনগিদি। একটি উইকেট গেছে তাবরিজ শামসির ঝুলিতে।
জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, মুসাকান্দা, শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, সলোমন মিরে, চিসুরো, মাভুতা, কাইল জারভিস, ক্রিস্টোফার এমপুফু।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, ভ্যান ডার ডাসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন, আন্দেলো ফেহলুখায়ো, রবি ফ্রাইলিংক, ডেন পেটারসন, লুঙ্গি এনগিদি, তাবারেজ শামসি।