মেয়েদের বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে রুমানা-নাহিদা

ছবি: রুমানা ও নাহিদা

|| ডেস্ক রিপোর্ট ||
নারী ক্রিকেট দলগুলোর ওয়ানডে র্যাঙ্কিং বেশ আগে থেকেই ছিল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি শুক্রবার মেয়েদের টি-টুয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে।
দলগুলোর সাথে নারী ক্রিকেটারদের র্যাঙ্কিং তালিকাও প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ ২০ এর মধ্যে বাংলাদেশের কেউ জায়গা পাননি। তবে বোলার র্যাঙ্কিংয়ের ১০ জনের মধ্যে বাংলাদেশের দুইজন জায়গা পেয়েছেন।

রুমানা আহমেদ আছেন ৭ নম্বরে ও নাহিদা আক্তারের অবস্থান ৯ নম্বরে। এছাড়া অধিনায়ক সালমা খাতুন আছেন ১৭ নম্বরে। চলতি বছরের জুন থেকে সব টি২০ ম্যাচকেই আন্তর্জাতিক মর্যাদা দেয়া হচ্ছে।
ফলে জুন থেকেই দলগুলোর হিসেব টানা হয়েছে। তাতে ২৭ ম্যাচে ৫২০৯ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাদের নামের পাশে রয়েছে ১৯৩ রেটিং পয়েন্ট। আইসিসি শুক্রবার দুপুরে এক বিবৃতির মাধ্যমে ৪৬ দলের একটি তালিকা প্রকাশ।
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া ১০ দলের প্রত্যেকেই আছে শীর্ষ দশে। র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৮০ রেটিং নিয়ে সবার উপরে আছে অজিরা। আর তিন রেটিং কম নিয়ে (২৭৭) দুই নম্বরে আছে নিউজিল্যান্ড।
২৭৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। শীর্ষ পাঁচে বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজ (রেটিং ২৫৯) ও ভারত (রেটিং ২৪৯)। শীর্ষ দলের অন্য দলগুলো হল দক্ষিণ আফ্রিকা (রেটিং ২৪৩), পাকিস্তান (রেটিং ২২৭), শ্রীলঙ্কা (রেটিং ২০৭), বাংলাদেশ (রেটিং ১৯৩) ও আয়ারল্যান্ড (রেটিং ১৮৮)।