এখন জায়গা পাকা করাই আমার মূল লক্ষ্যঃ রাব্বি

ছবি: ফজলে রাব্বি

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার ফজলে রাব্বি।
এই অলরাউন্ডার 'এশিয়ান এইজকে" দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এখন তার মূল লক্ষ্য বাংলাদেশ দলে জায়গা পাকা করা। জায়গা পাকা করতে পারলেই নিজের অধ্যাবসায়ের পুরস্কার পাবেন বলে জানিয়েছেন তিনি।

"এই মূহুর্তে আমার একমাত্র লক্ষ্য জাতীয় দলে জায়গা পাকা করা। যাতে দিন শেষে আমি বলতে পারি, আমি আমার অধ্যাবসায়ের পুরষ্কার পেয়েছি।"
চলতি বছরই বাংলাদেশ এ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন রাব্বি। মূলই এই সফরের ভালো পারফর্মেন্সেই জাতীয় দলের দরজা খুলে দিয়েছে এই অলরাউন্ডারের।
আয়ারল্যান্ড সফরে ৩ ইনিংসে ৪৫.৩৩ গড়ে ১৩৬ রান করেছেন তিনি। বল হাতে ৫.৩০ ইকনোমিতে নিয়েছেন ৪ উইকেট। এই সফর তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলেও জানিয়েছেন রাব্বি।
"আমি এখন অনেক আত্মবিশ্বাসী, বিশেষ করে আয়ারল্যান্ড সফরের পর থেকে। আমি নিশ্চিত ছিলাম না যে জাতীয় দলে ডাক পাবো কি পাবো না। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আমাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি সঠিক পথেই আছি।"