হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান মেলবোর্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুক্রবার (১২ই অক্টোবর)। গত সাত দিন সাকিব ডাঃ হয়ের অধীনে চিকিৎসা নিয়েছেন।
বাংলাদেশ দলের টেস্ট ও টি-টুয়েন্টি দলপতি কবে দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি। গত ৫ অক্টোবর সাকিব বাঁ হাতের আঙ্গুলে সংক্রমণের চিকিৎসা করাতে দেশ ছাড়েন। এরপর হাসপাতালই ছিল তার স্থায়ী ঠিকানা।

সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে সাকিবের আঙ্গুলের অবস্থা বেশ ভালো। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই। সব ঠিক থাকলে তিন মাস পর মাঠে ফিরতে পারবেন তিনি।
তবে, নতুন করে ব্যথা অনুভব করলে অবশ্য খেলা বন্ধ করে অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে হবে সাকিবকে। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আঙ্গুলে চোট পান সাকিব।
সেই চোট কাটিয়ে নিদাহাস ট্রফিতে ফিরলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে পুরোনো ইনজুরি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। সেই চোট আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে এশিয়া কাপের মাঝপথে।
অবস্থা বেশি খারাপ হলে জরুরী অস্ত্রোপচার করাতে হয় সাকিবকে। সেই থেকে চলছে সাকিবের লড়াই। চলতি বছর আর মাঠে ফেরার সম্ভাবনা নেই সাকিবের। ফলে তাকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।