promotional_ad

গেইল অবশ্যই বিশ্বকাপ খেলবেঃ হোল্ডার

ক্রিস গেইল ও জেসন হোল্ডার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেট বাদ দিয়ে এখন আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলছেন। তবে আগামী বছর বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠ মাতাবেন বলে বিশ্বাস ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের।


"সে (গেইল) অবশ্যই বিশ্বকাপ খেলতে যাচ্ছে। যদি তার শরীর ঠিক থাকে এবং সে নিজেকে ফিট মনে করে। আমরা তাকে দলে স্বাগত জানাবো। আপনি যদি বছরের শুরুর দিকে দেখেন। সে কোয়ালিফায়ারের জন্য নিজেকে তৈরি রেখেছিল। সে এটা করেছিল কারণ সে বিশ্বকাপ খেলতে চায়। সে ওয়েস্ট ইন্ডিজের জন্য ভালো করতে চায় এবং ভালো খেলতে চায়।"


promotional_ad

কদিন আগেই গেইল তার লিস্ট এ ক্যারিয়ারের সবশেষ ম্যাচটি খেলে ফেলেছেন। জ্যামাইকার হয়ে বার্বাডোজের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরিতে রাঙিয়েছেন বিদায় বেলা। বিপক্ষ দলে থেকেও সেই সেঞ্চুরি উপভোগ করেছেন হোল্ডার। তিনি জানিয়েছেন,


"ক্রিস একজন তারকা এবং আমি মনে করি সে তার ক্যারিয়ারের শেষ প্রান্তে আছে। আমি তাকে জ্যামাইকার হয়ে সবশেষ লিস্ট এ ম্যাচ খেলতে দেখেছি, আমার নিজ দলের বিপক্ষে সে সেঞ্চুরি করেছে। এটা দারুণ ছিল। ক্রিসকে দেখলেই আমার আনন্দ হয়।"


গেইলের উপস্থিতি যেমন ক্রিকেটের দর্শকদের জন্য বিনোদনের তেমনি তার অনুপস্থিতি অন্য ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ। হোল্ডার মনে করেন গেইল তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন। তাই বিশ্বকাপে তাকে খেলানোর শেষ সুযোগটা কাজে লাগাতে চান ক্যারিবিয়ান অধিনায়ক।


"আমি মনে করি সে বিশ্বের অন্যতম সেরা বিনোদনকারী খেলোয়াড়। কিন্তু তার অনুপস্থিতি অন্য খেলোয়াড়দের সুযোগ প্রদান করে। বিশ্বকাপের জন্য খুব কম সময় আছে আমাদের হাতে। এটা আমাদের জন্য ভালো একটি সুযোগ আমাদের কাছে কি আছে তা দেখা।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball