চলতি মাসেই পূর্বাচল স্টেডিয়ামের জমি বুঝে পাচ্ছে বিসিবি

ছবি: পূর্বাচল স্টেডিয়ামের প্রস্তাবিত নকশা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা রয়েছে পূর্বাচলে একটি আধুনিক এবং পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম তৈরির। চলতি মাসের মধ্যেই জমি বুঝে পেতে পারে বিসিবি।
আর চলতি বছরেই কাজ শুরু হওয়ার কথা এই স্টেডিয়ামের। মঙ্গলবার (৯ অক্টোবর) সংবাদ মাধ্যমকে এই সুখবর দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

"প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি চলে গেছে। এখন সেখান থেকে নেয়ার প্রক্রিয়াটা বাকি আছে। আমার ধারনা এই মাসের মধ্যেই এটা একটা ফাইনাল কিছু করে ফেলতে পারব। আমরা যত দ্রুত সম্ভব কাজ শুরু করব। আমাদের ইচ্ছা এই বছরেই কাজ শুরু করব।"
পূর্বাচল স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত ৩৭.৫০ একর জমি নিয়ে টানাপোড়েন ছিল ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবির মধ্যে। শেষ পর্যন্ত দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাই বুঝে পেয়েছে পুরো জায়গার মালিকানা।
এই জায়গায় এখন একটি মার্কেট রয়েছে। মার্কেট সংলগ্ন এলাকায় রয়েছে গাড়ি পার্কিং পয়েন্ট, স্থায়ী-অস্থায়ী বাজার, কয়েক শ দোকানপাট ও কারখানা। এগুলো সরানোই এখন বড় চ্যালেঞ্জ বিসিবির।
এই স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করা হবে। এরপর আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
"জায়গা পাওয়ার সাথে সাথে জায়গা খালি করতে হবে, সেখানে দোকানপাট আছে কিছু। বাউন্ডারি লাইন দিতে হবে সেখানে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, ভিত্তি প্রস্তর স্থাপন করার। তাঁর পর ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করে দিব, সব ইন্টারন্যাশনাল টেন্ডারে হবে।"