সাত নম্বরের নতুন সমাধান সৌম্য?

ছবি: সৌম্য সরকার

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে বড় চিন্তার নাম সাত নম্বর পজিশনের ব্যাটসম্যান। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে তিনজন ব্যাটসম্যানকে খেলানো হয়েছে এই জায়গায়। মাহমুদুল্লাহ ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারননি।
সাত নম্বরে সবশেষ সংযোজন সৌম্য সরকার। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে এই পজিশনে খেলেছেন তিনি। আপাতত সৌম্যতেই সমাধান খুঁজছে বিসিবি। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

"এই পজিশনে আমরা অনেক পরীক্ষা নিরিক্ষা করেছি। সাব্বিরকে চেষ্টা করেছি, আরিফুল আছে, সৌম্যকে নিয়ে এখন নতুন করে ভাবা হচ্ছে।"
এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে মোসাদ্দেক হোসেন ব্যাট করেছেন এখানে। প্রথম ম্যাচে ১ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ২৬ করে অপরাজিত ছিলেন। তৃতীয় ম্যাচে আবার ১২ রানে ফিরেছেন তিনি।
মাহমুদুল্লাহ নিয়মিত ছয় নম্বরে নিয়মিত ব্যাট করলেও এশিয়া কাপের শেষ চারের শেষ দুই ম্যাচে ব্যাটিং অর্ডার বদলে নেমেছিলেন সাত নম্বরে। প্রথম ম্যাচে ৭৪ রানের পর দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৫ রান।
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সাত নম্বরে নেমে ৩৩ রান করেছেন সৌম্য সরকার। আর এ কারণেই তার উপর আস্থা তৈরি হয়েছে বিসিবির।
বাংলাদেশ দলের উপরের সারির বেশ কয়েকজন ব্যাটসম্যান ইনজুরিতে থাকায় বাধ্য হয়েই আগামী জিম্বাবুয়ে সিরিজে মাহমুদুল্লাহকে উপরে খেলাতে হবে। তাই সাত নম্বর ব্যাটসম্যানের খোঁজ চলছে।