মুশফিক, মুস্তাফিজদের বিশ্রাম দেয়ার পক্ষে ছিলেন না পাপন

ছবি: নাজমুল হাসান পাপন, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচটিতে টাইগারদের দলে ছিলেন না মুশফিক এবং মুস্তাফিজ।দলের অন্যতম সেরা দুই পারফর্মারদের অনুপস্থিতির কারণেই আফগানদের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে বলে বিশ্বাস করেন দেশের হাজারো ক্রিকেট ভক্ত।
যাদের এই তালিকায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। অন্তত সেই ম্যাচে ফিজ এবং মুশফিককে বিশ্রাম দেয়ার পক্ষে ছিলেন না তিনি। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে নিজেই অনেকটা স্বীকার করেছেন এমনটা। পাপন বলেছেন,

'এশিয়া কাপ বেশ গুরুত্বপূর্ণ ছিল। জিততে পারলে ভাল হত কিন্তু এখন কিছুই বলার নেই। আমার মনে প্রানে বিশ্বাস ছিল এবার জিতব। এর পেছনে দুটি কারণ ছিল, অনেকে ভুল বুঝে। অনেকে মনে করেছিল আমরা পারব না, আফগানিস্তানের সাথে গ্রুপ পর্বে হারের পর, যেখানে সাকিব-তামিম ছিল না। মুস্তাফিজ ও মুশফিককেও সেদিন বিশ্রাম দেয়া হয়েছিল। কারণ আফগানিস্তান খুবই ভাল দল। এখানে আমি ওই ম্যাচটাকে ধরিই না। আমি এখনও মানতেই পারি না, কেন মুশফিক ও মুস্তাফিজ খেলল না। এটা আমার ব্যক্তিগত মতামত।'
ইনজুরি থাকলেও ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার পক্ষপাতী নন বিসিবি প্রধান। বিশেষ করে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে এমনটি চাননি তিনি। আর সেই কারণেই টিম ম্যানেজমেন্টের এরূপ সিদ্ধান্তে কিছুটা অসন্তুষ্টই হয়েছেন পাপন। যদিও শেষ পর্যন্ত টাইগারদের পারফর্মেন্সে হতাশ নন তিনি। পাপনের ভাষায়,
'যে ইনজুরিতে থাকবে তাঁকে বসায়ে দাও। বিকল্প খেলোয়াড় নামবে, কিন্তু বিশ্রাম কেন। আমি এভাবে চিন্তা করি, আমার কাছে প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা ভাল খেলেছে। আমাদের খুব বিশ্বাস ছিল, আমি যখন ব্যক্তিগত ভাবে সবার সাথে কথা বলেছি, তখন মনে হয়েছে এবার আমরা জিতব। কারণ নিদাহাস ট্রফির পর এটা আরেকটা সুযোগ ছিল। কিন্তু হয়নি, আমাদের বোলিং ফিল্ডিং সুপার ছিল, কিন্তু মিডেল অর্ডারে ব্যাটিং ধ্বস শেষ করে দিয়েছে। কিন্তু তবুও ম্যাচটা ভাল ছিল। জিতলে ভাল লাগত।'