promotional_ad

যতক্ষণ সম্ভব জান দিয়ে খেলঃ পাপন

নাজমুল হাসান পাপন
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ফিরে এসেই হাতের অপারেশন করানোর কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু তা না করিয়ে ইনজেকশন নিয়েই এশিয়া কাপে খেলেছেন তিনি। এর পেছনে মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই (বিসিবি) দায়ী করেছেন অনেক ক্রিকেট ভক্ত।


সাকিব ইস্যুতে বোর্ড প্রধান নাজমুল ইসলাম পাপনকেও বানানো হচ্ছে চক্ষুশূল। এতদিন এই বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন পাপন নিজেই। সাংবাদিকদের তিনি জানিয়েছেন সাকিবের খেলা এবং চিকিৎসার বিষয়টি পুরোপুরি তাঁর এবং ফিজিওর উপরেই ছেড়ে দেয়া হয়েছিল। এক্ষেত্রে বিসিবির কোন হাত নেই। পাশাপাশি এশিয়া কাপের আগে সাকিবের অপারেশন করতে বারণ করার একটি ব্যাখ্যাও দিয়েছেন বিসিবি প্রধান। গুলশানে নিজ বাসভবনে বিসিবি সভাপতি বলেছেন,



promotional_ad

'এই জিনিসটা (খেলা এবং চিকিৎসা) পুরো ছেড়ে দেয়া হয়েছিল সাকিব, ফিজিও ও ডাক্তারের উপর। হ্যাঁ আপনারা এটা বলতে পারেন, সাকিব যখন বলেছিল এশিয়া কাপের আগেই সে সার্জারি করতে চায়, তখন আমি বলেছিলাম এশিয়া কাপের পরে সার্জারি করাতে, যদি ডাক্তার ও ফিজিও অনুমতি দেয় তাহলে।'


তবে শুধু সাকিবই নন ইনজুরি তালিকায় ছিলেন মুশফিক এবং মিরাজও। কিন্তু এরপরেও তাঁরা খেলে গিয়েছেন এশিয়া কাপ ফাইনালে। তাঁদের এই হার না মানা মানসিকতার পেছনে নিজের অনেকাংশে অবদান রয়েছে বলেই দাবি করলেন পাপন। তাঁর মতে শত কষ্ট হলেও দেশের জন্য জান দিয়ে খেলে যাওয়া উচিৎ ক্রিকেটারদের। বিসিবি প্রধান বলেন,   


'এটা আমি কিন্তু সবার জন্যই বলি, শুধু সাকিব না। এই দলে মুশফিক ব্যথা নিয়ে খেলে যাচ্ছে। মিরাজ, তাঁর কিন্তু খুবই বাজে ক্র্যাম্প ছিল, ফাইনালের দিন। ওরা কিন্তু খেলে যাচ্ছিল। এই জিনিসটা কিন্তু এদের মধ্যে আছে। এবং এটার জন্য আমি হয়তো দায়ী। আমার কথা হচ্ছে, পারলে খেলব, যতক্ষণ পারি জান দিয়ে খেলব। এই জিনিসটা কিন্তু সবার মধ্যে আছে। এরাও ইনজুরিতে পড়তে পারে। একটা করতে পারি, এদের সবাইকে বাদ দিয়ে রেখে দিতে পারি। খেলার দরকার নেই, খেলতে তো ব্যথা পেতেই পারে।'



পাপন আরও যোগ করেন, 'এটা হয়তো ভাল সুযোগ হবে, মানুষও হয়তো খুশি হবে। খেলতে গেলে ব্যথা পাবেই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা ডাক্তার থেকে কিছু রিসিভ না করি, তাঁর আগে ওরা খেলা থামাবে না। এটা সবার মধ্যেই আছে। তামিম কম ঝুঁকি নিয়েছে? তামিমকে তো আমরা বলি নি খেলতে। এটা টিমের মধ্যে তৈরি হয়ে গেছে। এরা খেলবেই। সাকিবকে তো বার বার বলেছি, ডাক্তার দেখাও। তবে যদি সম্ভব হয় তাহলে খেল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball