টাইগার যুবাদের শ্রীলঙ্কা সফরের সূচী

ছবি: অনূর্ধ্ব ১৯ দল

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসের ১৩ তারিখে শ্রীলঙ্কার মাটিতে এক মাসের সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তাঁদের এই সফরটি শুরু হবে চার দিনের একটি ম্যাচ দিয়ে। যেটি অনুষ্ঠিত হবে ১৬ই অক্টোবর এনসিসি ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর দ্বিতীয় চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে একই মাঠে ২৩ থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত। পরবর্তীতে লঙ্কান যুবাদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩০শে অক্টোবর খেলতে নামবে বাংলাদেশ।
এরপর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে আগামী মাসের ১ এবং ৩ তারিখ। সিরিজের প্রথম তিনটি ম্যাচ ডাম্বুলায় অনুষ্ঠিত হলেও বাকি দুই ম্যাচ হবে এমসিজিতে। আর এই ম্যাচ দুটি মাঠে গড়াবে ৬ এবং ৯ই নভেম্বর। এরপর এক মাসের সফরটি শেষে ১০ই নভেম্বর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবে টাইগার যুবারা।