promotional_ad

বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

নারী ক্রিকেট দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী মাসের ৯ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি টুয়েন্টি বিশ্বকাপ। ২৫শে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 


আর এই স্কোয়াডে ডাক পেয়েছেন ওপেনার নিকোল বোল্টন এবং বাঁহাতি স্পিনার জেস জোনাসেন। চার বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মাত্র দুটি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বোল্টনের। ২০১৬ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি টুয়েন্টি খেলেছিলেন তিনি। 


তবে মূলত তাঁকে দলে নেয়া হয়েছে বিগ ব্যাশের পারফর্মেন্স দেখেই। গত বিগ ব্যাশ আসরে মাত্র ১৬টি ম্যাচ খেলে ৪৮২ রান সংগ্রহ করেছিলেন বোল্টন। যেখানে তিনি ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।নারী ক্রিকেট দলের হেড কোচ ম্যাথিউ মট বোল্টন সম্পর্কে বলেছেন, 


'গত ১২ মাসে নিকোল বোল্টন টি টুয়েন্টিতে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছে। সে মূলত একজন ওয়ানডে ক্রিকেটার হলেও নিজেকে নতুন করে চিনিয়েছে ভিন্ন কিছু শট খেলে এবং বোলারদের মধ্যে চাপ সৃষ্টি করার মাধ্যমে। পাশাপাশি সে এই মুহূর্তে বিশ্বের সেরা ফিল্ডারদের একজন।' 



promotional_ad

এদিকে অনুশীলনের সময় হাঁটুর ইনজুরিতে পরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজ মিস করা জেস জোনাসেনকে নিয়ে কোচ জানিয়েছেন বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। যদিও তাঁকে ফিটনেস পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে। এই প্রসঙ্গে ম্যাট বলেছেন,  


'জেস সর্বদাই ফেরার অপেক্ষায় ছিল, সে বিশ্বের অন্যতম সেরা টি টুয়েন্টি বোলারদের একজন। আমরা এখনও অপেক্ষা করছি। তাঁর আরও কিছু পুনর্বাসন প্রক্রিয়া রয়েছে, তবে সে যথেষ্ট সুস্থ রয়েছে এখন। সে নিজেও তাঁর উন্নতিতে বেশ আশাবাদী এবং আগামী সিরিজের দিকে তাকিয়ে আছে।'


উল্লেখ্য শুধু টি টুয়েন্টি বিশ্বকাপই নয় ক্রিকেট অস্ট্রেলিয়া ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্যেও। তবে এই দলে রাখা হয়নি জেস জনসনকে। 


টি টুয়েন্টি বিশ্বকাপ এবং পাকিস্তান সিরিজের স্কোয়াডঃ 


মেগ ল্যানিং (অধিনায়ক), নিকোলা ক্যারি, নিকোল বোল্টন, অ্যাশলেইঘ গার্ডনার, র‍্যাচেল হেনেস, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), জেস জোনাসেন (ফিটনেস সাপেক্ষ), ডেলিসা কিমিন্স, সোফি মলিনিউক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, এলিস ভিলানি, টায়লা ভ্লাএমিনক, জর্জিয়া ওয়েরহাম।



পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড- 


মেগ ল্যানিং (অধিনায়ক), নিকোল বোল্টন, নিকোলা ক্যারি, অ্যাশলেইঘ গার্ডনার, র‍্যাচেল হেনেস, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), ডেলিসা কিমিন্স, সোফি মলিনিউক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, এলিস ভিলানি, টায়লা ভ্লাএমিনক, জর্জিয়া ওয়েরহাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball