রেকর্ড নয়, দলের জয়ই বড়ঃ কুবরা

ছবি: খাদিজা তুল কুবরা

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে একমাত্র ম্যাচের ওয়ানডে সিরিজে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।
এই ম্যাচে ৬ উইকেট নিয়ে রেকর্ড বাইয়ে নাম লিখিয়েছেন টাইগ্রেস তারকা খাদিজা তুল কুবরা। ম্যাচ জয়ের পর এই অফ স্পিনার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তার কাছে রেকর্ডের চেয়ে দলের জয়ই সবচেয়ে বড়।

‘দল জিতেছে এটাই বড় ব্যাপার। যখন দেখলাম আমরা আগে বোলিং করবো, তখনই আত্মবিশ্বাস চলে আসে। যখন দেখলাম উইকেটে টার্ন পাচ্ছি, আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এ ম্যাচটা জেতা আমাদের খুব দরকার ছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এই জয়টা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে।’
টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠ খেলার অনুপযুক্ত থাকায় পরিত্যক্ত হয়েছিল। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে একাদশে সুযোগ হয়নি তার। শেষ ম্যাচে একাদশে ফিরে নিয়েছিলেন ১ টি উইকেট।
আর একমাত্র ওয়ানডে ম্যাচে ৯.৫ ওভার বোলিং করে ২০ রানে নেন ৬ উইকেট। আর তাতেই পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে। এরপর রুমানা ও পিংকির ব্যাটে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
কুবরা জানিয়েছেন, দুই ম্যাচে একাদশে জায়গা না পেয়েও নিজেকে তৈরি রেখেছিলেন। তাছাড়া, পারফর্মেন্সটা দেখানোর অনেক দরকার ছিল বলেও মনে করেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।
‘একজন ক্রিকেটার হিসেবে সবসময় প্রস্তুতি রাখা উচিত ম্যাচের জন্য। আমি সেভাবেই তৈরি ছিলাম, যখন তখন নামাতে পারে। আমার পারফরম্যান্স দেখানোটাই আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।’