ব্যাটে-বলে লড়াই জমিয়েছে খুলনা-বরিশাল

ছবি: খুলনা ও বরিশাল ম্যাচের একাংশ

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচের প্রথম দিনে স্বাগতিক খুলনার বিপক্ষে বরিশাল তুলেছে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান। এই ম্যাচে ব্যাটে বলে কেউই আলাদা ভাবে আলো ছড়াতে পারেননি। পারফর্মেন্স দিয়ে দুই দলের কাউকেই এগিয়ে রাখা যায়না।
বরিশালের বেশ কয়েকজন ব্যাটসম্যান দারুণ শুরু পেলেও কেউই অর্ধশতক হাঁকাতে পারেননি। ব্যাক্তিগত সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত আছেন বরিশালের ব্যাটসম্যান নুরুজ্জামান। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান এসেছে শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শাহরিয়ার নাফিস ও রাফসান আল মাহমুদের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বরিশাল। এই দুজনে ওপেনিংয়ে যোগ করেন ৪১ রান। এরপর ২২ রান করা রাফসানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অফ স্পিনার মেহেদি।

আরেক ওপেনার অভিজ্ঞ শাহরিয়ারকে ৪১ রানে ফেরান তরুণ আফিফ হোসেন। পরের তিন ব্যাটসম্যান দ্রুত ফিরে গেলে বিপদে পড়ে বরিশাল। তিন নম্বরে নেমে ফজলে মাহমুদ ১২ ও চারে আল আমিন ফিরেছেন ১৫ রান করে।
জাতীয় দলের তারকা মোসাদ্দেক হোসেন আউট হয়েছেন মাত্র ৭ রান করে। এরপর মিডেল অর্ডারের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় বরিশাল। সোহাগ গাজী ৩৮ করেন ৩৯ বলে। অষ্টম উইকেটে নুরুজ্জামান ও শামসুল ইসলামের ৬৩ রানের জুটি ভালোভাবে লড়াইয়ে ফেরায় বরিশালকে।
৩০ রান করে শামসুল ফিরে গেলেও ৪৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন নুরুজ্জামান। তার সঙ্গী মনির অপরাজিত আছেন ২১ রান করে। খুলনার অভিজ্ঞ স্পিনার রাজ্জাক ৩৩ ওভার বোলিং করে নিয়েছেন ৩ উইকেট। আল আমিন হোসেন ও মেহেদি নিয়েছেন দুটি করে। ১ টি উইকেট গেছে আফিফের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংসঃ ৯০ ওভারে ২৬৬/৮ (শাহরিয়ার ৪১, রাফসান ২২, ফজলে মাহমুদ ১২, আল আমিন ১৫, মোসাদ্দেক ৭, সোহাগ ৩৮, সালমান ২২, নুরুজ্জামান ৪৮*, শামসুল ৩০, মনির ২১*; আল আমিন ২/৬২, সৌম্য ০/৪, মেহেদি ২/৪৬, রাজ্জাক ৩/১০৩, আফিফ ১/৩৯, ইমরুল ০/৭)।