প্রতিটি ম্যাচেই খেলতে চান মুশফিক

ছবি: মুশফিকুর রহীম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন প্রতিটি ম্যাচেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান তিনি।
"আসলে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ খুব বেশি হয় না। আমি প্রতিটা ম্যাচেই বাংলাদেশের হয়ে খেলতে চাই। ইনজুরি তো একটা দুশ্চিন্তার বিষয় আর এর বাস্তবতাও মানতে হবে। আশা করছ এখন যেমন অবস্থায় আছি, এমন অবস্থায় খেলতে সমস্যা হবে না।"

পাঁজরের ইনজুরি নিয়েই সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলেছেন মুশফিক। ইনজুরি কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। পুর্নবাসন প্রক্রিয়ায় আছেন তিনি। শনিবার থেকে শুরু হয়েছে তার পুর্নবাসন প্রক্রিয়া।
আসন্ন সিরিজে খেলতে চান বলেই নিজের মতামত দিয়েছেন মুশফিক। তবে, বেশি ঝুঁকি থাকলে ফিজিওই সিদ্ধান্ত নেবেন কি করতে হবে। বাকিটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
"খেলতে তো অবশ্যই চাইব, আপনি আমি কেউই কিন্তু জানি না আমার ক্যারিয়ারে সামনে কি হতে পারে, এক মাত্র আল্লাহ ছাড়া। আমার মনে হয় যদি বেশি ঝুঁকি থাকে তাহলে তো অবশ্যই ফিজিওরা সিদ্ধান্ত নিবে। তবে প্লেয়ার হিসেবে আমি সবসময় দেশের হয়ে খেলতে চাইব।"
ছোটো খাটো ইনজুরি থাকলেও এগুলো নিয়ে চিন্তা করছেন না মুশিফুক। এগুলো নিয়েই সবসময় খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি, "একটু ছোট খাটো ইনজুরি তো থাকেই, সেগুলো নিয়েই সবসময় খেলে যাওয়ার চেষ্টা করেছি। সামনেও তাই করব।"