দুই হাতে বল করা এক লঙ্কানের উপাখ্যান

ছবি: কামিন্ডু মেন্ডিস

|| ডেস্ক রিপোর্ট ||
নাম শুনে হয়তো এখনই তাঁকে খুব বেশি কেউ চিনবেন না। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত অভিষেক ঘটেনি তাঁর। তবে কামিন্ডু মেন্ডিস নামক শ্রীলঙ্কার এই বোলিং বিস্ময় যে দ্রুতই পাদপ্রদীপের আলোয় উঠে আসতে যাচ্ছেন তা সহজেই অনুমেয়।
কেননা ২০ বছর বয়সী এই ক্রিকেটারের রয়েছে দুই হাতে বোলিং করার অদ্ভুত এবং বিরল ক্ষমতা। এক কথায় যাকে বলে সব্যসাচী বোলার। এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের আসরে সর্বপ্রথম দুই হাতে বোলিং করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই মেন্ডিস।

তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল শুধু অফ স্পিনই নয়, ব্যাট হাতেও দারুণ পারফর্মেন্স উপহার দিতে পারদর্শী এই তরুণ। আর এর সর্বশেষ নজির তিনি রেখেছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। ব্যাট হাতে শ্রীলঙ্কান বোর্ড একাদশের হয়ে ৭২ বলে ৬১ রানের একটি দারুণ ইনিংস খেলেছেন তিনি।
মজার ব্যাপার হল যে বোলিংয়ের কারণে তাঁকে নিয়ে এত আলোচনা সেই বোলিংয়েই কোন উইকেট পাননি মেন্ডিস। দুই হাতে ৮ ওভার বোলিং করে ৩৭ রানে উইকেট শুন্য ছিলেন তিনি। ধারণা করা যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১০ তারিখ থেকে শুরু হতে ওয়ানডে সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে এই বিস্ময় বালকের।
মূলত ইংলিশ বাঁহাতি এবং ডানহাতি ব্যাটসম্যানদের গোলকধাঁধার মুখে ফেলার জন্যই লঙ্কান টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকার ওপরে থাকবেন মেন্ডিস। এরই মধ্যে এই লঙ্কানকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও উপাধি দিয়েছে সব্যসাচী বোলার হিসেবে।
অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেটের ইতিহাসে কামিন্ডু মেন্ডিস শুধু একাই সব্যসাচী বোলারের খেতাব পাননি। এর আগে ১৯৯৬ সালে লঙ্কানদের হয়ে কেনিয়ার বিপক্ষে সর্বপ্রথম দুই হাতে বোলিং করার বিরল দৃষ্টান্ত দেখিয়েছিলেন হাসান প্রসন্ন তিলকারত্নে। এবার আরও একজন বিরল প্রতিভার আবির্ভাব হতে যাচ্ছে জাতীয় দলে বলে ধারণা করা যাচ্ছে।
এর আগে পাকিস্তানও জন্ম দিয়েছে একজন 'সব্যসাচী' বোলারের। তবে ইয়াসির জান নামক সেই ক্রিকেটার মূলত একজন পেসার যিনি দুই হাতেই সমানভাবে বোলিং করতে পারেন। তবে অবাক করা ব্যাপার হল বাঁহাতে তিনি অনেকটা বোলিং করেন কিংবদন্তী ওয়াসিম আকরামের মত। অপরদিকে ডান হাতি বোলিংয়ে তাঁর মধ্যে পাওয়া গিয়েছে প্রোটিয়া পেসার ডেল স্টেইনের ছায়া!