promotional_ad

দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট- তিলকারত্নে

হাসান তিলকারত্নে
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


১৯৮৯ সালে সর্বপ্রথম ঢাকা প্রিমিয়ার লীগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তী ব্যাটসম্যান হাসান তিলকারত্নে। সেখানেই অবশ্য শেষ নয়, ২০০০-২০০১ মৌসুমেও ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে।


এরপর দীর্ঘ প্রায় ১৭টি বছর পর আবারও বাংলাদেশ??? পা রেখেছেন তিলকারত্নে। যদিও এবার তাঁর ভূমিকা ক্রিকেটারের নয়, বরং তাঁর আগমন লঙ্কান অনূর্ধ্ব দলের কোচ হিসেবে। চলতি বছরেই লঙ্কান যুবাদের দায়িত্ব নেয়া এই কিংবদন্তী এশিয়া কাপ ফাইনালের আগে কথা বলেছেন ক্রিকফ্রেঞ্জির সাথে। 



promotional_ad

আলাপকালে তিনি জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে তাঁর মুগ্ধতার কথা। ১৯৮৯ কিংবা ২০০০ সালে বাংলাদেশের ক্রিকেট যেরূপ অবস্থায় ছিল বর্তমানে তার অনেকটাই রদবদল হয়েছে বলে উল্লেখ করেছেন তিলকারত্নে। বাংলাদেশের ক্রিকেট যথেষ্ট উন্নতি করেছে বলেও বিশ্বাস করেন তিনি। সাবেক এই লঙ্কান ক্রিকেটার বলেছেন,   


'হ্যা আমি ব্রাদার্স এবং মোহামেডানের হয়ে খেলেছিলাম। তবে বর্তমানে, অনেক বড় রদবদল এসেছে দেশটির ক্রিকেটে। দেশটি অনেক উন্নত করেছে এবং ক্রিকেটও দারুণভাবে এগিয়ে গিয়েছে।'


বাংলাদেশের ক্রিকেটীয় পরিবেশেরও প্রশংসা করেছেন ৮৩টি টেস্টে প্রায় সাড়ে চার হাজার রান করা তিলকারত্নে। বিশেষ করে এখানকার সুযোগ সুবিধা নিয়ে বেশ সন্তুষ্টিই প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্যমতে, 



'এটি (ক্রিকেটে উন্নতি) দেশের জন্যই ভাল। আমরা এর জন্য খুশি। আর হ্যা এখানকার পরিবেশ অসাধারণ। তাঁরা সবধরণের সুবিধা প্রদান করছে এবং আমি নিশ্চিত যে তরুণ ক্রিকেটাররা এর থেকে অনেক উপকৃত হবে।'


উল্লেখ্য ২০০৪ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ৫১ বছর বয়সী হাসান তিলকারত্নে। অবসরের আগে ২০০ টি ওয়ানডেতে ৩৭৮৯ রান সংগ্রহ করেছিলেন তিনি। চলতি বছরের জুন মাসে লঙ্কান অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পান এই সাবেক ক্রিকেটার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball