promotional_ad

ইনজুরি আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা ১৩ জনেরও বেশি!

বাংলাদেশ দল
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইনজুরির সাথে সম্পৃক্ততা দেশের ক্রিকেটারদের জন্য অতীব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে নাকি ১৩-১৪ জন ক্রিকেটারই ভুগছেন নানা ইনজুরিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম নিজেই জানিয়েছেন এমন তথ্য। 


এমনিতেই দেশের ক্রিকেটের পাইপলাইন খুব একটা সমৃদ্ধশালী হয়ে ওঠেনি এখনও। তার ওপর এই ইনজুরি ইস্যু স্বাভাবিকভাবেই বেশ ভাবিয়ে তুলেছে বিসিবিকে। আর সেই কারণে বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আকরাম। তিনি বলেন, 


'আমরা ইনজুরি সঙ্ক্রান্ত বিষয়গুলো নিয়ে ৬-৭ মাস আগে টিম ম্যানেজম্যান্টের সাথে আলাপ আলোচনা করেছিলাম। সত্যি কথা বলতে এখন ১৩-১৪জন ক্রিকেটার ইনজুরিতে আছে এটা আমাদের জন্য অনেক সিরিয়াস একটা ব্যাপার কারণ আমাদের অপশন অনেক কম। আমরা চেষ্টা করছি এবং চিন্তা ভাবনাও করছি, এটা অনেক কঠিন আমাদের জন্য।'



promotional_ad

এক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ যথেষ্ট গুরুত্ব সহকারে নিতে হবে বলেও জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। বিশেষ করে কোন ক্রিকেটারকে কখন খেলানো যাবে সেই সিদ্ধান্তই নিতে হবে বিসিবিকে বিচক্ষণতার সাথে। আকরাম খানের ভাষায়, 


'প্রত্যেকটা পদক্ষেপ আমাদের অনেক গুরুত্বের সাথে নিতে হবে। কোন প্লেয়ারকে খেলানো যাবে কাকে যাবেনা, আবার এর মধ্যে আমাদের দলেরও জিততে হবে। সব কিছু নিয়ে আমরা বসছি, কিছু খেলোয়াড় আছেন যারা খুব দ্রুত সেরে উঠবেন।'


অবশ্য সাকিব তামিমরা দ্রুতই ফিরছেন না সেটাও জানিয়ে দিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। বলেছেন, 'হয়তো সাকিব-তামিমেরটা একটু সময় লাগবে। বাকিদের ইনশাল্লাহ পরিকল্পনা মত করলে এরই মধ্যে আমরা দেখতে পাব। তবে এর মধ্যে আবার কেউ গুরুতর ইনজুরিতে পড়লে তখন কিছু করার থাকবেনা।'


তবে সিনিয়র ক্রিকেটারদের কথা চিন্তা করার পাশাপাশি ম্যাচ জয়ে ভূমিকা রাখতে পারদর্শী ক্রিকেটারদেরকেও যে প্রাধান্য দিতে হবে সেটাও মানছেন আকরাম খান। বলেছেন, 



 'এই মুহূর্তে যারা সিনিয়র ক্রিকেটার আছেন বা ইনজুরিতে যারা আছেন ওদের কথা চিন্তা করব এবং সেই সঙ্গে ম্যাচ জেতার জন্য আমাদের কোন খেলোয়াড়দের খেলাতে হবে সেটাও মাথা রাখতে হবে। এখন মনে করেন তরুন যাদের সুযোগ দেয়া হবে ওরা যদি ভালো খেলে সেটা অন্য ব্যাপার। কিন্তু রিস্ক নেয়া যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball