সাকিব ইস্যুতে ফিজিওকে তলব করবে বিসিবি

ছবি: সাকিব ও থিলান চন্দ্রমোহন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসানের ইনজুরি ইস্যুতে বর্তমানে বেশ উদ্বিগ্ন অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও টাইগার অলরাউন্ডারের হাতের এই অবস্থার জন্য বিসিবিকেই দায়ী করেছেন অনেক সমর্থকেরা।
কিন্তু এক্ষেত্রে ভিন্ন মত জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। বোর্ড নয়, তিনি পরোক্ষভাবে দুষেছেন দলের ফিজিও থিলান চন্দ্রমোহনকেই। তাঁর মতে সাকিবের হাতের এই অবস্থা চাইলে আগেই বিসিবির কাছে জানাতে পারতেন ফিজিও। এই ব্যাপারে চন্দ্রমোহনের সাথে কথা বলা হবে বলেও নিশ্চিত করেন আকরাম। তিনি বলেন,

'ফিজিওর সাথে আমরা কথা এই ব্যাপারে বলবো যেহেতু তাঁর অবস্থা এত খারাপের দিকে গিয়েছে। তবে সে (ফিজিও) কিন্তু চাইলে আগেই এই ব্যাপারটি আমাদের জানিয়ে দিতে পারত। ইনজুরি খেলারই একটা অংশ এটাতে আসলে কিছু করার থাকেনা।'
অস্ট্রেলিয়া থেকে সাকিব দেশে ফেরার পর পরই ফিজিওর সাথে বসা হবে বলেও নিশ্চিত করেছেন আকরাম। এরপর আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। পুরো বিষয়টিই পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই করা হবে জানিয়ে তিনি বলেন,
'ফিজিওর ব্যাপারটা আমি আগেও বলেছি, এখনও বলছি। সাকিব যখন দেশে আসবে তখন ওকে নিয়ে ফিজিওর সাথে বসবো তখনই বলা যাবে ঘটনাটা কি হয়েছিল। ফিজিও দেশে এসেছিল, এশিয়া কাপ শেষ হওয়ার এক দুইদিন পর সে গিয়েছে। এটার ব্যাপারে তো আগেই বললাম যে তাঁর সাথে বসা হবে। কি করা যায়, কি করব সেটা আমরা সিদ্ধান্ত নিব।'
তবে এশিয়া কাপের আগে সাকিবের সাথে আলাপ আলোচনা করেই তাঁকে খেলার জন্য পাঠানো হয়েছিল বলে জানান বিসিবির এই কর্মকর্তা। তবে এশিয়া কাপে খেলতে গিয়েই ভয়াবহ অবস্থা নিয়ে ফিরতে হল সাকিবকে। এই প্রসঙ্গে আকরাম খানের ভাষ্য,
'যেহেতু আলাপ আলোচনা করে এশিয়া কাপে খেলেছিল কিন্তু পরে সত্যি ওর হাত দেখে আমরাই ভয় পেয়েছিলাম। তারপরও আল্লাহ'র রহমতে সিরিয়াস কিছু হয়নি, আল্লাহ'র কাছে শুকরিয়া আদায় করছি। ক্রিকেটারদের জন্য সবচেয়ে সেরা যে চিকিৎসা সেটা আমরা দেয়ার চেষ্টা করব। দেখি অপারেশনের পর কি হয়, তারপর বলতে পারব।'