promotional_ad

লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার ম্যাচের টি টুয়েন্টি সিরিজের শেষটিতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং সফরকারী পাকিস্তান।  ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন।


এরই মধ্যে অবশ্য ২টি ম্যাচ জিতে সিরিজটি নিজেদের করে নিয়েছে সফরকারী পাকিস্তান। কেননা এর আগে মাঠ ভেজা থাকায় পরিত্যক্ত হয়েছিল প্রথম ম্যাচটি।


পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে টাইগ্রেসদের যথাক্রমে ৫৮ এবং ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে পাক নারীরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের উল্লাসে মাতে তাঁরা। 



promotional_ad

সুতরাং আজকের ম্যাচে বেশ নির্ভার হয়েই মাঠে নামছে সফরকারীরা। তবে মুদ্রার উল্টো পিঠ সালমা খাতুনের দলের ক্ষেত্রে। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে আজ তাঁদের জয় পেতেই হবে। 


বাংলাদেশ স্কোয়াড- 


আয়শা রহমান, ফাহিমা খাতুন, ফারজানা হক, জাহানারা আলম, খাদিজা তুল কুবরা, লতা মন্ডল, মুরশিদা খাতুন, নাহিদা আকতার, নিগার সুলতানা, পান্না ঘোষ, রিতু মনি, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), সানজিদা ইসলাম, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), শারমিন আখতার, শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন। 


পাকিস্তান স্কোয়াড- 



আইমান আনোয়ার, আলিয়া রিয়াজ, আনাম আমিন, আয়েশা জাফর, দিয়ানা বাইগ, জাভেরিয়া খান (অধিনায়ক), মুনিবা আলি, নাহিদা খান, নাসরা সান্ধু, নাটালিয়া পারভাইজ, নিদা দার, ওমাইমা সোহেইল, সানা মির, সিদরা আমিন, সিদরা নাওয়াজ (উইকেটরক্ষক)। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball