promotional_ad

কখনোই শতভাগ ঠিক হবে না সাকিবের আঙ্গুল!

সাকিব আল হাসান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আঙ্গুলের বর্তমান অবস্থা নিশ্চিত হতে এবং পরামর্শ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানকার চিকিৎসকদেরকে দেখিয়ে পাঁচ দিন পর আবারও দেশে ফেরার কথা রয়েছে তাঁর।


কিন্তু দেশ ছাড়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে বড় ধরণের একটি দুঃসংবাদই শুনিয়ে গিয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন ইনজুরি আক্রান্ত কনিষ্ঠ আঙ্গুলটি আর কখনোই নাকি শতভাগ ঠিক হবে না তাঁর।



promotional_ad

তবে খেলার মত একটি অবস্থায় নিয়ে আসার জন্য কাজ করবেন চিকিৎসকেরা। সাকিব বলেছেন, 'আঙ্গুলটি আর কখনও শতভাগ ঠিক হবে না। হাড্ডি যেটি আছে সেটি অনেক নরম এবং সেটা আর জোড়া লাগার সম্ভাবনা নেই বা পুরো ঠিক হওয়ার সম্ভাবনা নেই।'


তিনি আরও যোগ করেন, 'অবশ্য পুরোপুরি ঠিক না হলেও সার্জারিটি এমনভাবে হবে যে ওরা আমার হাতটিকে এমন একটি অবস্থায় এনে দিবে যেন এখান থেকে আমি ব্যাট ভালভাবে ধরতে পারব এবং ক্রিকেট খেলাটি চালাতে পারব।'   


তবে ইনফেকশনটি শুন্যের কোঠায় না আসা পর্যন্ত অপারেশন করতে পারবেন না চিকিৎসকেরা বলেও নিশ্চিত করেছেন সাকিব। আর সেই কারণে ইনফেকশনটি সারানোটাই মূল লক্ষ্য তাঁদের। সাকিবের ভাষ্যমতে, 



'ইনফেকশনটাই এখন আমার দুশ্চিন্তার জায়গা। কারণ সেটি যতক্ষণ না শুন্য শতাংশতে আসবে ততক্ষণ কোন সার্জন হাত দিবে না। কারণ হাত দিলে পরে হাড়ে চলে যাবে এবং হাড়ে গেলে পুরো হাত নষ্ট।সুতরাং এখন মূল বিষয়টি হচ্ছে কিভাবে আমার ইনফেকশনটি সারানো যায়।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball