promotional_ad

গতির ঝড় তুলতে প্রস্তুত মিচেল স্টার্ক

মিচেল স্টার্ক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে ৭ই অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের জন্য নিজেকে পুরোপুরি ফিট দাবি করেছে অস্ট্রেলিয়ান পেস তারকা মিচেল স্টার্ক। 


গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন স্টার্ক। আর এই অধ্যবসায়ের ফলাফল পেতে বেশ মুখিয়েই আছেন তিনি। নিজের ফিটনেস প্রসঙ্গে তিনি বলেছেন,


'আমি গত কয়েক মাস ধরে বেশ কঠিন পরিশ্রম করেছি নিজের ফিটনেস ঠিক রাখতে এবং নিজেকে শক্ত করতে। একই সাথে এটি পুরোপুরি টিম পেইনের (অধিনায়ক) উপর নির্ভর করছে যে কিভাবে আমরা স্পিনারদের পাশাপাশি পেসারদের ব্যবহার করব।'   



promotional_ad

পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে স্টার্কের সাথে পেস বোলিং আক্রমণ সামলানোর দায়িত্বে থাকছেন ৩৩ বছর বয়সী পেসার পিটার সিডল। আরব আমিরাতের গরম উপেক্ষা করে তাঁর সাথে দারুণ বোলিং একটি জুটি গড়তে পারবেন বলে প্রত্যাশা করছেন স্টার্ক। 


২০১৬ সালে সর্বশেষ টেস্ট খেলা সিডল প্রসঙ্গে তিনি বলেন, 'সে কিছুদিনের জন্য দলের বাইরে থাকলেও অনেক উইকেট পেয়েছে অস্ট্রেলিয়ায় এবং ইংল্যান্ডেও। একজন ক্রিকেটার যার কিনা প্রচুর অভিজ্ঞতা রয়েছে তাঁর পক্ষে ভাল বোলিং করা সম্ভব।'


স্টার্ক আরও বলেন, 'সে (সিডল) দারুণ একটি জায়গায় আছে এবং সে যদি তাঁর অবসর সময়টিও কাজে লাগায় তাহলে আমি নিশ্চিত সে দারুণভাবে নিজেকে প্রমাণ করতে পারবে যেমনটি আগেও করেছিল।'


উল্লেক্ষ এর আগে গত দক্ষিণ আফ্রিকা সফরে পায়ের ইনজুরিতে পড়েছিলেন স্টার্ক। পরবর্তীতে দল থেকে ছিটকে পড়তে হয় তাঁকে। খেলতে পারেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরেও।



তবে এবার পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে আবারও দেশের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি। টেস্টের পাশাপাশি ডাক পেয়েছেন তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের স্কোয়াডেও। 


অস্ট্রেলিয়া স্কোয়াড- 


খেলোয়াড়      ভূমিকা
টিম পেইন  অধিনায়ক ও উইকেট রক্ষক
অ্যাস্টন অ্যাগার বোলার
ব্রেন্ডন ডগেট বোলার
অ্যারন ফিঞ্চ টপ অর্ডার ব্যাটসম্যান
ট্রাভিস হেড মিডল অর্ডার ব্যাটসম্যান
জন হোল্যান্ড বোলার
উসমান খাওয়াজা টপ অর্ডার ব্যাটসম্যান 
মারনাস লাবুসচাগনে বোলার
নাথান লায়ন বোলার 
মিচেল মার্শ অলরাউন্ডার
শন মার্শ টপ অর্ডার ব্যাটসম্যান 
মাইকেল নিসার  বোলিং অলরাউন্ডার
ম্যাট রেনশ ব্যাটসম্যান
পিটার সিডল বোলার
মিচেল স্টার্ক বোলার


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball