উইন্ডিজ ক্রিকেটের অন্তরায় আইপিএল

কার্ল হুপার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাজকোট টেস্টের প্রথম ইনিংসে উইন্ডিজদের নির্বিষ বোলিংয়ের সামনে ৬৪৯ রানের পাহাড় গড়েছে স্বাগতিক ভারত। তাদের এই স্কোরই বলে দিচ্ছে উইন্ডিজ বোলারদের একেবারেই পাত্তা দেননি ভারতীয় ব্যাটসম্যানেরা। 


নিজ দেশের এরূপ হাল দেখে তাই চুপ থাকতে পারেননি সাবেক উইন্ডিজ অলরাউন্ডার কার্ল হুপার।  উইন্ডিজদের এই পরিস্থিতির জন্য তিনি মূলত দুষেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগকে (আইপিএল)। 


তাঁর মতে ওয়েস্ট ইন্ডিজ দলের বেশিরভাগ তরুণ ক্রিকেটারদের মূল লক্ষ্যই থাকে আইপিএলে খেলার। সেই কারণে টেস্টের প্রতি বেশি আগ্রহী নয় তাঁরা। ফলে ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হতে হচ্ছে দলটিকে। কিংবদন্তী এই ক্রিকেটার বলেছেন,


promotional_ad

 'ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ তরুণ ক্রিকেটারদেরই লক্ষ্য থাকে আইপিএলের দলের সাথে চুক্তিবদ্ধ হওয়া। সুতরাং এটি তাঁদেরকে টেস্ট ক্রিকেট থেকে দূরে সরে রাখতে সহায়তা করে।' 


বর্তমানে টি টুয়েন্টি লীগ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে ক্যারিবিয়ানরা জাতীয় দলের থেকে প্রাধান্য দিচ্ছে এগুলোকেই। আর এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রিকেট বলে বিশ্বাস করেন হুপার।  তাঁর ভাষ্যমতে, 


'আমাদের এটি আগেই ভাবা উচিৎ ছিল (আইপিএলের প্রভাব উইন্ডিজ ক্রিকেটে পড়বে)। টি টুয়েন্টি ক্রিকেটই এখানে প্রধান। ৫ বছর আগে যে পরিমাণ লীগ হত এখন তার থেকে অনেক বেশি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। এর আসলে মানে হয় না। এটি আমাদের ক্রিকেটে প্রভাব ফেলছে।' 


উল্লেখ্য উইন্ডিজদের বিপক্ষে প্রথম ইনিংসেই শতক হাঁকিয়েছেন অভিষিক্ত পৃথ্বী শ। তাঁর পাশাপাশি শতকের দেখা পেয়েছেন অধিনায়ক ভিরাট কোহলি এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও।


উইন্ডিজদের পক্ষে দেবেন্দ্র বিশু ৪ উইকেট নিতে সক্ষম হলেও ২১৭ রান খরচ করতে হয়েছে তাঁকে। বাকি বোলাররা একেবারেই নিজেদের মেলে ধরতে পারেননি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball