অজি স্কোয়াডে ফিরলেন ক্রিস লিন

ছবি: ক্রিস লিন

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসের ২৪ তারিখ আবুধাবিতে তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। এরই মধ্যে সিরিজটির জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আর এই স্কোয়াডে ইনজুরি কাটিয়ে ফিরেছেন হার্ডহিটিং ব্যাটসম্যান ক্রিস লিন। বেশ কিছুদিন থেকেই কাঁধের ইনজুরিতে ভুগছিলেন লিন। তবে চলতি বছর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজে ফিরেছিলেন তিনি।
কিন্তু এরপর আবারও ইনজুরিতে পড়ায় আবারও ছিটকে পড়তে হয় তাঁকে। এদিকে লিন ছাড়াও দলটিতে প্রথমবারের মতো এসেছেন ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান বেন ম্যাকডারমট।

টি টুয়েন্টি সিরিজের জন্য দুই জন সহ অধিনায়ক নির্বাচন করেছেন অজি নির্বাচকেরা। এক্ষেত্রে তাঁদের পছন্দ উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি এবং অলরাউন্ডার মিচেল মার্শকে।
অধিনায়ক হিসেবে পাকিস্তানের বিপক্ষে থাকছেন অ্যারন ফিঞ্চ। এর আগে জুলাই মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি টুয়েন্টি সিরিজেও ফিঞ্চের ডেপুটি ছিলেন ক্যারি।
এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্টের চূড়ান্ত দল নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক এবং সহ-অধিনায়কের মতামতকে গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। সেক্ষেত্রে তাঁদের সাথে আলোচনা করেই দল গঠন করবেন নির্বাচকেরা।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি টুয়েন্টি স্কোয়াড-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, নাথান কুল্টার নাইল, ক্রিস লিন, নাথান লিয়ন, গ্ল্যান ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, ডি আরকি শর্ট, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, এন্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।
সুত্র- ক্রিকইনফো