promotional_ad

এশিয়া কাপ নয়, মূল লক্ষ্য বিশ্বকাপ

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নিয়ে বিশেষ লক্ষ্য ছিল না বাংলাদেশ দলের। দলটির মূল লক্ষ্য ২০২০ সালের বিশ্বকাপ। একারণেই এবারের এশিয়া কাপকে নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা ছিল না ম্যানেজমেন্টের।


অন্তত বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের কথায় এমনটাই বোঝা গেল। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে দুই রানে ম্যাচ হারার পরে গণমাধ্যমের সামনে সুজন জানিয়েছেন,


promotional_ad

'আমরা চাইলে এই টুর্নামেন্টে আরও কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে খেলাতে পারতাম, কিন্তু আমরা সেটা চাই নি। আমাদের যেহেতু বিশ্বকাপ আছে, সেই চিন্তা করে দল সাজিয়েছি। আমি মনে করি তাদের জন্য ভাল অভিজ্ঞতা ছিল। 


'এমন প্রেশার ম্যাচ খেলার সুবিধা তাঁরা পাবে। আমরা জেতার খুব কাছাকাছি গিয়েছি, কিন্তু প্যানিক করে হেরেছি। এটা হয়েছে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতার অভাবের কারণে। ওরা এখান থেকে শিক্ষা নিয়ে সামনে গিয়ে যাক। আমরা এটাই চেয়েছিলাম।' 


সহজ কথায়, তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞ করে তোলার জন্য এই আসরকে বেঁছে নিয়েছিল বিসিবি। আর বিসিবির চাওয়াকে পূর্ণতা দিতে যথেষ্ট পরিশ্রমও করেছে দলটি। যুবাদের পারফর্মেন্স নিয়ে সুজন আরও জানান,


'ফাইনাল খেলতে পারলে খুব ভাল লাগত। তারপরও আমি গর্ব করি, প্রথম ম্যাচে হারের পর তাঁরা যেভাবে খেলেছে সেটা প্রশংসনীয়। শ্রীলঙ্কার সাথে হারের পর পাকিস্তানের বিপক্ষে অনেক রান রেটের হিসেব ছিল। ভারতের সাথেও লড়াই করেছে। আমি মনে করি তাঁরা ভবিষ্যতে অনেক দূর যাবে।'


সবশেষে জুনিয়রদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, 'জুনিয়র টিমের জন্য এটা মাত্র শুরু। আমি বিশ্বাস করি এরা বের হয়ে আসবে। সামনে অনেক সিরিজ আছে, আমরা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড যাচ্ছি। আমরা আশা করছি ২ বছর পরের বিশ্বকাপের আগে আমরা একটা গোছান দল পেয়ে যাব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball