promotional_ad

সরে দাঁড়ালেন এন্ড্রু স্ট্রাউস

এন্ড্রু স্ট্রস
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দীর্ঘ সাড়ে তিন বছরের পাট চুকিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক ইংলিশ অধিনায়ক এন্ড্রু স্ট্রাউস। নিজের পরিবার এবং ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে আরও সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে জানিয়েছেন স্ট্রাউস নিজেই। 


স্ট্রাউস বলেছেন, 'আমি আমার স্ত্রী এবং সন্তানদের পাশে থাকতে চাই এই গ্রীষ্মতে যেহেতু রাথকে ক্যান্সারের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। এটি আমাকে সুযোগ করে দিয়েছে পরিবারের সাথে থাকার।' 



promotional_ad

ইসিবির সাথে সাড়ে তিন বছরের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটি যে খুব একটা সহজ ছিল না সেটিও স্বীকার করছেন স্ট্রাউস। সাবেক এই ইংলিশ দলপতির ভাষায়,  'সাড়ে তিন বছর ইসিবির সাথে দারুণ সময় কাটানোর পর, ইংল্যান্ডের পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমি।' 


তবে ইসিবির পরিচালক পদ থেকে ইস্তফা দিলেও ইংল্যান্ড ক্রিকেটের জন্য শুভকামনা জানাতে ভোলেননি স্ট্রাউস। বিশেষ করে আগামী বছর ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজে ভাল করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি,  


'আগামী বছর এই দেশে বিশ্বকাপের মত সবথেকে গুরুত্বপূর্ণ খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, পাশাপাশি অ্যাশেজ সিরিজও আছে এবং আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে স্পেশাল কিছু করে দেখানোর। এই সময়ের মধ্যে বোর্ড পরিচালককে ধারাবাহিকভাবে সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এবং ইংল্যান্ডের ক্রিকেটকে সমর্থন দিতে হবে,' বলেন স্ট্রাউস।



এদিকে স্ট্রাউসের সরে দাঁড়ানো নিয়ে ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন জানিয়েছেন, 'আমরা অনেক বেশি দুঃখিত তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্তে এবং আমরা তাঁর পরিবারের প্রতি শুভকামনা জানাচ্ছি। সে যেভাবে তাঁর দায়িত্ব পালন করেছে তাতে সে প্রচুর সম্মান পাওয়ার যোগ্য।' 


উল্লেখ্য ২০১৫ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন স্ট্রাউস। তিনি দায়িত্বে থাকাকালীন সময়েই টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখতে সক্ষম হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball